চাঁপাই নবাবগঞ্জে ফেসবুকে নারীর আপত্তিকর ছবি এবং ভিডিও ছড়িয়ে দেয়ার অপরাধে শাজাহান আলী (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। পরে তাকে সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে। সোমবার এ তথ্য জানিয়েছেন চাঁপাই নবাবগঞ্জ র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির।
শাজাহান আলী সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মরাপাগলা গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে। রোববার সন্ধ্যায় নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। চাঁপাই নবাবগঞ্জ র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির বলেন, গ্রেপ্তার শাজাহান আলী প্রবাসে থাকাকালে একই এলাকার এক গৃহবধূর সঙ্গে পরকীয়ায় লিপ্ত হন।
পরবর্তী সময়ে বিষয়টি জানাজানি হলে ওই গৃহবধূর সংসারে বিচ্ছেদ ঘটে। শাজাহান আলী ওই নারীর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে কথোপকথনের সময় আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। একপর্যায়ে ওই নারীর নামে একটি ভুয়া ফেসবুক আইডি খোলেন। ওই নারী এই সম্পর্ক থেকে সরে আসতে চাইলে আসামি শাজাহান আলী তাকে ব্ল্যাকমেইল করেন এবং ভুক্তভোগীর কাছ থেকে দেড় লাখ টাকা হাতিয়ে নেন।
সেই সঙ্গে অবৈধ সম্পর্কে থাকতে বাধ্য করেন। বিষয়টি পারিবারিকভাবে মীমাংসা করার চেষ্টা করা হলেও তিনি রাজি হননি। পরে দুই মাস আগে ভুক্তভোগী পুনরায় একটি বিয়ে করেন। আসামি তা মেনে না নিয়ে ওই নারীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্টে তাদের পুরনো আপত্তিকর ছবি এবং ভিডিও ছড়িয়ে দেন। এ নিয়ে ওই নারী চাঁপাই নবাবগঞ্জ র্যাব ক্যাম্পে লিখিত অভিযোগ দেন। অভিযোগের পর শাজাহান আলীকে গ্রেপ্তার করা হয়েছে এবং অশ্লীল কার্যকলাপে ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় চাঁপাই নবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post