রমজান মাসে খাওয়া-দাওয়ার এবং অন্যান্য বিধিনিষেধ আরও কঠোর করতে পুরনো রমজান আইনকে সংশোধন করেছে ওমান। সংশোধিত বিল অনুযায়ী, রমজান মাসে প্রকাশ্য স্থানে খাওয়া-দাওয়া করলে জেলে যেতে হবে। রমজানের পবিত্রতা রক্ষায় এমন আইন জারী করেছে ওমান। এতে বলা হয়েছে, পবিত্র এই মাসে দিনের বেলায় প্রকাশ্যে খাওয়া-দাওয়া করলে তিন মাস পর্যন্ত জেল হতে পারে। ওমানের প্রচলিত আইন অনুসারে জনসমাগমস্থলে কেউ খাবার বা পানীয় খেলে সর্বনিম্ন ১০ দিন থেকে সর্বোচ্চ তিন মাসের জেল হতে পারে। ওমানের আইনজীবী সালাহ খলিফা আল মাকবালি একথা জানান।
সোমবার (২৭ মার্চ) টাইমস অব ওমানের এক প্রতিবেদনে বলা হয়, ওমানি দণ্ডবিধির ২৭৭ অনুচ্ছেদ অনুযায়ী, রোজার সময় মুসলিম ও অমুসলিম কারোর জন্যই প্রকাশ্যে বা জনসমাগমস্থলে খাওয়া-দাওয়ার অনুমতি নেই। এই নিয়মটি দেশটিতে বসবাসকারী ১৫ বছরের বেশি বয়সের নাগরিক, প্রবাসী এমনকি ভ্রমণকারী প্রত্যেকের জন্য প্রযোজ্য।
আইনি দিক সম্পর্কে ওমানের এই আইনজীবী আরো বলেন, রাষ্ট্রের মৌলিক আইন এবং এর দ্বিতীয় অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা হয়েছে যে রাষ্ট্রের ধর্ম ইসলাম এবং ইসলাম হচ্ছে আইনের ভিত্তি। ওমানি নতুন দণ্ডবিধিতে বলা হয়েছে যে, যে ব্যক্তি প্রকাশ্যে খাবার, পানীয় বা অন্যান্য পদার্থ খায় যা রমজানের দিনের রোজা ভঙ্গের কারণ হয়, তাকে অনধিক ১০ দিন এবং অনধিক ৩ মাসের কারাদন্ডে দণ্ডিত করা হবে। এই আইন শুধু মুসলমানদের জন্য সীমাবদ্ধ নয়। রমজানে দিনের বেলায় যারা খাবার বা পানীয় গ্রহণ করছেন, এমনকি ধূমপান করবেন, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে।
এদিকে মধ্যপ্রাচ্যের আরেক দেশ কাতারের আইন অনুযায়ী, রমজান মাসে প্রকাশ্যে দিনের বেলায় পানাহার করলে জেলে যেতে হবে। দেশটির শাস্তি আইনের ২৬ নং ধারা বলা আছে, কেউ যদি পবিত্র রমজান মাসে দিনের বেলায় প্রকাশ্যে কিছু খায় বা পান করে, তবে তাকে তিন মাসের জন্য জেল এবং সর্বোচ্চ তিন হাজার রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে। আদালত চাইলে তাকে জেল এবং জরিমানা দুটোই অথবা যে কোনো একটি শান্তি নির্ধারণ করতে পারেন। এদিকে একই ধরণের আইন রয়েছে কুয়েতে। দেশটির আইনে এমন ব্যক্তিকে ১০০ দিনার জরিমানা এবং এক মাসের জেল দেওয়ার কথা বলা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post