মাস্কাটের ফুটপাতে ভ্রাম্যমাণ ব্যবসা সংক্রান্ত একটি নীতিমালা জারী করেছে ওমানের মাস্কাট পৌরসভা। নতুন এই নিতিমালায় শুধুমাত্র ওমানি নাগরিকদের জন্য রাস্তাঘাটে ভ্রাম্যমাণ ব্যবসার বৈধতা দেওয়া হয়েছে। প্রবাসীরা এখন থেকে আর রাস্তাঘাটে ব্যবসা পরিচালনা করতে পারবেনা বলে জানিয়েছে মাস্কাট পৌরসভা। মাস্কাট পৌরসভা জানিয়েছে, ভ্রাম্যমাণ বিক্রেতাদের ব্যবসায়িক কার্যক্রম নিয়ন্ত্রণের প্রচেষ্টায় এই নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকার প্রথম শর্ত হচ্ছে শুধুমাত্র ওমানি নাগরিকরা এই ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারবেন। এই কাজে কোন প্রবাসীকে নিয়োগ দেওয়া যাবে না।
সোমবার (২৭ মার্চ) টাইমস অব ওমানের এক প্রতিবেদনে বলা হয়, মাস্কাট পৌরসভা যথাযথভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশিকা অনুসরণ করার আহ্বান জানিয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, শুধুমাত্র ওমানিরা এই ব্যবসায় জড়িত হতে পারবেন এবং পুরো মাস্কাট জুড়ে প্রবাসী কর্মীদের নিয়োগ করা নিষিদ্ধ।
যারা ভ্রাম্যমাণ ভেন্ডিং মেশিন ব্যবসায় নিয়োজিত হতে ইচ্ছুক তাদের অবশ্যই প্রাথমিক অনুমোদনের জন্য আবেদন করতে হবে এবং অনুরোধকৃত এলাকায় অবস্থিত পৌরসভার কাছ থেকে চূড়ান্ত অনুমোদন না নিয়ে মেশিন চালু না করতে বলা হয়েছে। সকল লাইসেন্সপ্রাপ্ত বিক্রেতাকে অবশ্যই এই কার্যক্রম পরিচালনার সময় নির্ধারিত স্বাস্থ্যগত প্রয়োজনীয়তা মেনে চলতে হবে। মোবাইল ভেন্ডিং ব্যবসায়ের জন্য নির্ধারিত জায়গাগুলো পুনরায় বরাদ্দের কাজ চলছে বলেও জানিয়েছে মাস্কাট পৌরসভা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post