ওমানে আগামী দুইদিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাষ দিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএ)। সোমবার (২৭ মার্চ) আবহাওয়া সতর্ক বার্তায় বলা হয়েছে, মঙ্গলবার এবং বুধবার ওমানে ভারী বৃষ্টিপাত এবং একই সঙ্গে বজ্রপাত হতে পারে। ইতিমধ্যেই এক নং সতর্ক সংকেত জারী করা হয়েছে।
সিএএ বলছে, মুসান্দাম, উত্তর আল বাতিনাহ, আল বুরাইমি এবং আল দাহিরা প্রদেশে ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় এসব এলাকায় ৩০ মিমি থেকে ৮০ মিমি বৃষ্টিপাত হতে পারে এবং বিকাল থেকে সন্ধ্যায় দক্ষিণ আল বাতিনাহ, আল দাখেলিয়া, মাস্কাট, দক্ষিণ ও উত্তর আশ শারকিয়া, আল উস্তা ও ধোফার অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সংকেত চলাকালীন সময়ে নাগরিক ও প্রবাসীদের উপত্যকা অতিক্রম, নিচু স্থানে যাওয়া এবং সমুদ্রে যাওয়া থেকে বিরত থাকতে বলছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এছাড়াও আল উস্তা এবং ধোফার প্রদেশের উপর দিয়ে ধূলিঝড়ের সম্ভাবনা আছে। তাই সকল গাড়িচালকদের সতর্কতার সাথে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়েছে।
বৃষ্টিপাতের সময় অতি জরুরী প্রয়োজন ব্যতীত বাড়ির বাহিরে বের না হতে বলা হয়েছে। জরুরী প্রয়োজনে বের হলে, অবশ্যই আবহাওয়া বার্তা দেখে বাড়ি থেকে বের হবার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও গাড়ী চালকদের পাহাড়ি রাস্তা ব্যবহার না করে বিকল্প রাস্তা ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে। বৃষ্টিপাতের সময় গাড়ি চলাচলে নাগরিক এবং প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে ওয়াদী পারাপারে ঝুঁকি না নিতে বলা হয়েছে। সেইসাথে শিশুদের প্রতি বিশেষ লক্ষ রাখারও অনুরোধ জানানো হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post