ওমানের মাস্কাট পৌরসভা মঙ্গলবার চতুর্থ প্যাকেজের আওতায় আরও কিছু বাণিজ্যিক কার্যক্রম পুনরায় চালু করার ঘোষণা দিয়েছে। এই সময় দেশটিতে সেলুন ও বিউটি পার্লারের দোকানগুলো খোলার সম্ভাবনা ছিলো। তবে সুপ্রিম কমিটির এক সংবাদ সম্মেলনে মন্ত্রী আহমেদ বিন আবদুল্লাহ আল শুহি বলেন, সেলুনের দোকান ও বিউটি পার্লার খোলার কোনো সম্ভাবনা নেই। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, সেলুন ও বিউটি পার্লারে করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি এখনো রয়েছে।
মাস্কাটের একজন সেলুন দোকানদার জানান, “তিন মাস ধরে ব্যবসা ছাড়া কীভাবে বেঁচে থাকতে পারে, তা বলা মুশকিল হয়ে পড়েছে। বেতন এবং মাসিক ভাড়া দেওয়ার জন্য আমরা সর্বদা প্রতিদিনের আয়ের উপর নির্ভরশীল। অপেক্ষায় গ্রাহকরা রয়েছেন, তবে আপাতত আমাদের সরকারের নির্দেশাবলী অনুসরণ করা দরকার। যদিও আমাদের গ্রাহকরা চুল কাটা ছাড়াই তিন মাস অতিবাহিত করেছেন।
আরও পড়ুনঃ আজ রাতে লাইভে আসছেন তাহেরি এবং কলরব
দেশটিতে সুরক্ষার কারণে দোকানগুলি বন্ধ করে দেওয়া হলেও অন্যান্য ব্যবসায়ের মতো কিছু নির্দেশিকা দিয়ে তাদের পুনরায় খোলার অনুমতি দেওয়া উচিত বলে মনে করেন ওমানের সেলুন মালিকদের সংগঠনগুলো।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post