বড় ধরনের দূর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে ভারত ও নেপালের দু’টি যাত্রীবাহী বিমান। গত শুক্রবার (২৪ মার্চ) এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের ভুলে মাঝ আকাশে মুখোমুখি অবস্থানে চলে এসেছিল এয়ার ইন্ডিয়া ও নেপাল এয়ারলাইন্সের বিমান। তবে পাইলটের উপস্থিত বুদ্ধির কারণে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
মাঝ আকাশে অল্পের জন্য মুখোমুখি সংঘর্ষ এড়ালো এয়ার ইন্ডিয়া ও নেপাল এয়ারলাইন্স। সেই সঙ্গে বেঁচে গেলো অনেকগুলো প্রাণ। এই ঘটনায় দ্বিতীয় অবহেলার অভিযোগে তিন কর্মীকে বরখাস্ত করেছে নেপালের বেসামরিক উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষে।
রোববার (২৬ মার্চ) ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, দুটি উড়োজাহাজ মাঝ আকাশে প্রায় একে অপরের মুখোমুখি হয়ে গিয়েছিলো। যদিও ওয়ার্নিং সিস্টেম অ্যালার্টের কারণে দুই পাইলট সঠিক সময়ে পদক্ষেপ নেয়ায় ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পান ফ্লাইট দুটোর যাত্রীরা।
নেপাল সিভিল অ্যাভিয়েশন অথরিটির মুখপাত্র জগন্নাথ নিরোলা জানান, এয়ার ইন্ডিয়ার বিমানটি ১৯ হাজার ফুট উপরে উড়ছিলো। আর একই লোকশনে ১৫ হাজার ফুট উপরে উড়ছিলো নেপাল এয়ারলাইন্সের ফ্লাইটটি। বিষয়টি চোখে পড়লে নেপালের ফ্লাইটটি সাত হাজার ফুট নেমে যায়।
এ ঘটনায় কর্তব্যে অবহেলার জন্য নেপাল এয়ারলাইন্সের দুই কর্মকর্তা ও সিভিল এভিয়েশনের এক কর্মকর্তাকে সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি তিন সদস্যের একটি কমিটি তৈরি করে তদন্ত করে দেখা হচ্ছে, কেন দুইটি ফ্লাইট মাঝ আকাশে প্রায় একই উচ্চতায় চলে এসেছে।
জগন্নাথ নিরোলা আরও বলেন, নির্দেশ পেতেই পাইলট ফ্লাইটের গতি কমিয়ে সেটিকে ওই উচ্চতায় নামিয়ে আনেন। এভাবে হঠাৎ করে যাত্রীবোঝাই ফ্লাইট নিচে নামিয়ে আনা খুবই বিপজ্জনক সিদ্ধান্ত ছিলো। কিন্তু শেষ পর্যন্ত দুর্ঘটনা ও জীবনহানি আটকাতে গেছে।
চলতি বছরের শুরুতেই বড় দুর্ঘটনার মুখে পড়ে নেপালের ইয়েতি এয়ারলাইন্সের একটি বিমান। কাঠমান্ডু থেকে ওড়া ওই বিমানের পোখরায় নামার কথা ছিলো। কিন্তু বিমানবন্দরের পুরনো রানওয়ের কাছে ভেঙে পড়ে ওই বিমান। দুর্ঘটনায় মৃত্যু হয় বিমানে থাকা ৬৮ জন যাত্রীর। এছাড়াও প্রাণ হারান পাইলটসহ চারজন ক্রু মেম্বার।
অন্যদিকে গত কয়েক মাসে বারবার বিতর্কে জড়িয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। মাঝ আকাশে ফ্লাইটের মধ্যে মাতাল অবস্থায় সহযাত্রীর গায়ে প্রস্রাব করার অভিযোগ উঠেছে। সেই ঘটনায় অভিযুক্ত যাত্রীদের গ্রেফতার করে পুলিশ। পাইলটকেও বরখাস্ত করে কর্তৃপক্ষ। তবে নেপালের ঘটনায় এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেয়নি ভারতের উড়োজাহাজ সংস্থাটি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post