ইউক্রেনকে সালতানাতের ভূখণ্ডে একটি শস্যকেন্দ্র খোলার প্রস্তাব দিয়েছে ওমান সরকার। মধ্যপ্রাচ্য ও আফ্রিকাবিষয়ক ইউক্রেনের বিশেষ প্রতিনিধি ম্যাক্সিম সোব এক সাক্ষাৎকারে একথা জানান। রবিবার (২৬ মার্চ) টাইমস অব ওমানের এক প্রতিবেদনে একথা বলা হয়।
ইউক্রিনফর্ম ওয়েবসাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্সিম সোব বলেন,আমার ওমান সফরের সময় ওমান সালতানাত ইউক্রেনকে তার ভূখণ্ডে একটি ইউক্রেনীয় খাদ্যশস্য কেন্দ্র স্থাপনের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করার প্রস্তাব দিয়েছে। তিনি জানান, এটি ইউক্রেনকে ভারত মহাসাগরে ইতোমধ্যে পরিচালিত সবচেয়ে আধুনিক লজিস্টিক হাবগুলির মধ্যে একটিতে অ্যাক্সেস দেবে।
তিনি আরও জানান যে, মিশরও তার ভূখণ্ডে এই জাতীয় লজিস্টিক সেন্টার স্থাপনের সম্ভাবনা নিয়ে আলোচনা করতে আগ্রহী। ২০১৩ এবং ২০১৪ সালের মধ্যে ইউক্রেন তার জমির মধ্যে গম উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে, যা এটিকে বিশ্বের বৃহত্তম গম রফতানিকারক দেশগুলোর মধ্যে অন্যতম করে তুলেছে। এইভাবে ইউক্রেন বিশ্বের চতুর্থ বৃহত্তম গম রফতানিকারক হয়ে ওঠে। ইউক্রেন সাধারণত বিশ্বের সূর্যমুখী বীজ তেল ৪২ শতাংশ ভুট্টা ১৬ শতাংশ এবং ৯ শতাংশ গম উৎপাদন করে।
ইউক্রেন বিশ্বের বৃহত্তম গম রফতানিকারক দেশগুলোর মধ্যে একটি, তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দেশের কৃষি ও খাদ্য সরবরাহকে প্রভাবিত করেছে যা বিশ্বজুড়ে ঘাটতি বা উচ্চ মূল্যের আশঙ্কা তৈরি করেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post