ওমান সরকারের আমন্ত্রণে বর্তমানে মাস্কাটে আছেন বিশ্ব বরেণ্য ইসলাম ধর্মপ্রচারক জাকির নায়েক। দেশটিতে কোরআন সম্পর্কিত দু’টি অনুষ্ঠানে কথা বলার জন্য এসেছেন তিনি। বৃহস্পতিবার প্রথম অনুষ্ঠানে নিজের বক্তব্য রাখেন এ ভারতীয় নাগরিক। ওই সময় ভারতীয় হিন্দুদের নিয়ে তিনি দাবি করেছেন, ভারতের হিন্দু ধর্মাবলম্বীরা তাকে সবচেয়ে বেশি ভালোবাসেন।
জাকির নায়েক বলেন, ‘সমস্যা হলো ভারতের বেশিরভাগ হিন্দু আমাকে ভালোবাসে। তারা আমাকে এত ভালোবাসে যে এটি তাদের ভোট ব্যাংকে সমস্যা তৈরি করছিল। ভারতে যখন আমি কথা বলি তখন ৫ কোটি ১০ কোটি মানুষ উপস্থিত হন, বিশেষ করে বিহার এবং কৃষাণগঞ্জে, সেখানকার ২০ শতাংশ মানুষই থাকত অন্য ধর্মের।’ তিনি আরও বলেছেন, ‘যখন তারা আমার সঙ্গে কথা বলে তারা বলে জাকির ভাই গত ২ ঘণ্টার লেকচারে আমরা যা জেনেছি, আমাদের ধর্মের ৪০ ঘণ্টার লেকচারেও তা জানিনি।’
২০১৬ সালে জাকির নায়েকের বিরুদ্ধে এফআইআর জারি ও তার ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে নিষিদ্ধ করে ভারত সরকার। এরপর ভারত থেকে মালয়েশিয়ায় চলে যান তিনি। ওই সময়ের পর থেকেই জাকির নায়েককে ফিরিয়ে আনার চেষ্টা করছে দক্ষিণ এশিয়ার দেশটি। ওমানে জাকির নায়েকের আসবেন এমন খবর শোনার পর ওমান সরকারের সঙ্গে যোগাযোগ করে ভারত। তবে এতে সাড়া পায়নি দেশটি। উল্টো জাকির নায়েককে ওমানে রাষ্ট্রীয় সংবর্ধনা দেওয়া হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post