প্রথমবারের মত ওমান সরকারের আমন্ত্রণে মাস্কাট গেছেন আন্তর্জাতিক ধর্ম প্রচারক ডাক্তার জাকির নায়েক। ২৩ মার্চ ওমান কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে মদিনাত আল ইরফান থিয়েটারে প্রথম ভাষণ দেন তিনি। সেখানে তার লেকচারে অংশগ্রহণ করেন কয়েক হাজার মানুষ। এতে হিন্দু, মুসলিম, ওমানি, নন ওমানি সকলেই অংশগ্রহণ করেন।
ওমানে ডাক্তার জাকির নায়েকের আগমনকে কেন্দ্র করে বেশ উৎসাহ উদ্দীপনা লক্ষ করা গেছে। এতে ওমানিদের পাশাপাশি প্রবাসীরাও বেশ উৎসাহ নিয়ে তার অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। বিশ্ব বিখ্যাত এই ধর্ম প্রচারকের লেকচার শুনে ২৩ মার্চ একজন হিন্দু নারী ইসলাম গ্রহণ করেন ওমানে।
পবিত্র রমজান মাস উপলক্ষে ওমানে ইসলাম ধর্ম প্রচারে মন্ত্রণালয়ের এমন ভিন্ন ধর্মী আয়োজন। বিশ্ব বিখ্যাত এই ইসলাম ধর্ম প্রচারক ওমানে দুইটা লেকচার দিবেন। যার মধ্যে গত ২৩ মার্চ একটা অনুষ্ঠিত হয়েছে এবং আরেকটা লেকচার আজ অনুষ্ঠিত হবে। মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী আজকের লেকচার সুলতান কাবুস বিশ্ববিদ্যালয়ের গ্রেট হলে অনুষ্ঠিত হবে স্থানীয় সময় রাত ৯টা থেকে ১১ টা পর্যন্ত। এখানে তিনি “মহানবী (সা:) মানবতার প্রতি রহমত” এই প্রসঙ্গে বক্তৃতা করবেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post