দীর্ঘদিনের ঐতিহ্য মেনে কামান থেকে গোলাবর্ষণ করে পবিত্র রমজান মাসের সূচনা করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। বুধবার (২২ মার্চ) সন্ধ্যায় দেশটির বিভিন্ন স্থান থেকে ঐতিহ্যবাহী কামান থেকে দু’টি গোলা নিক্ষেপ করে রমজানকে স্বাগত জানায় আমিরাত সরকার।
বুধবার এক প্রতিবেদনে সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, মূলত পবিত্র রমজান মাসের শুরুর ঘোষণা দেওয়ার জন্য দেশটির বিভিন্ন নির্ধারিত স্থানে ঐতিহ্যবাহী কামান থেকে দু’টি গোলা নিক্ষেপ করা হয়। এদিন সন্ধ্যায় পবিত্র মাসের শুরুকে স্বাগত জানাতে আরব আমিরাতে যেসব স্থান থেকে কামানের গোলাবর্ষণ করা হয় তার মধ্যে ঐতিহাসিক কাসর আল হোসন ফোর্ট এবং দুবাইয়ের এক্সপো সিটিও রয়েছে।
অবশ্য কামান থেকে গোলাবর্ষণের এই শব্দ আমিরাতের বাসিন্দারা পুরো রমজান জুড়েই শুনতে পাবেন। দুবাইয়ের এক্সপো সিটির পাশাপাশি বুর্জ খলিফার কাছে, দুবাই ফেস্টিভ্যাল সিটি, মদিনাত জুমেইরাহ, দামাক এবং হাত্তা গেস্ট হাউস-সহ বেশ কয়েকটি স্থান থেকে কামানের গোলার শব্দ পবিত্র মাসজুড়ে প্রতিধ্বনিত হবে।
প্রতিদিনই ইফতারের সময় জানান দিতে আরব আমিরাতের বিভিন্ন স্থানে একসঙ্গে আটটি কামান থেকে ছোড়া হবে গোলা। প্রথা অনুযায়ী, পবিত্র রমজান মাস শুরুর ঘোষণা দিতে দুইবার গোলা নিক্ষেপ করা হয় এবং ইফতারের সময় ঘোষণার জন্য প্রতিদিন একবার কামান থেকে গোলা ছোড়া হয়। এছাড়া রমজান মাস শেষে ঈদুল ফিতর ঘোষণা করার জন্য পরপর দু’বার এবং ঈদের দিন সকালে আবারও দু’বার গোলাবর্ষণ করা হয়।
১৯৬০ এর দশকের শুরু থেকে আমিরাতে ইফতারের সময় জানান দিতে কামান থেকে গোলাবর্ষণ রমজানের একটি জনপ্রিয় ঐতিহ্য হয়ে উঠেছে। একইসঙ্গে এই রীতি সংযুক্ত আরব আমিরাতের সমাজে আরব সংস্কৃতি ও ইসলামিক রীতিনীতি, ঐতিহ্যের প্রতিনিধিত্ব করে বলেও মনে করা হয়। এছাড়া ইফতারের সময় কামান থেকে গোলা নিক্ষেপের এই কার্যক্রম দুবাই টিভিতে সম্প্রচার করা হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post