চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩২টি সোনার বার উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এক যাত্রীর কাছ থেকে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা এই সোনার বার উদ্ধার করেন।
সোনার বার উদ্ধারের ঘটনায় যাত্রী মোহাম্মদ জিয়াউদ্দিনকে আটক করা হয়েছে। তাঁর বাড়ি চট্টগ্রামের হাটহাজারীর এনায়েতপুর এলাকায়। জিয়াউদ্দিন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজে সংযুক্ত আরব আমিরাত থেকে চট্টগ্রামে আসেন। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, উদ্ধার করা সোনার বারগুলোর ওজন ৩ কেজি ৭৩২ গ্রাম। এর বাজারমূল্য প্রায় ৩ কোটি ২১ লাখ টাকা।
অধিদপ্তরের যুগ্ম পরিচালক মো. সাইফুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে তাঁরা বিমানবন্দরে যাত্রী জিয়াউদ্দিনের শরীর তল্লাশি করেন। তল্লাশি করে ২৩টি সোনার বার পাওয়া। পরে তাঁর পায়ুপথ থেকে আরও ৯টি সোনার বার উদ্ধার করা হয়। এই ঘটনায় যাত্রী জিয়াউদ্দিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান সাইফুর রহমান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post