কাতারে দোহায় একটি ৭ তলা ভবন ধসে পড়েছে। বুধবার সকাল ৮টা ১৮ মিনিটে দোহার মনসুরা এলাকার লুলু এক্সপ্রেসের পিছনে এ ঘটনা ঘটে। ভবনটির ধসে পড়া একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে ঘটনায় এখন ৭ জনকে উদ্ধার করা হয়েছে এবং ১ জন নিহত হওয়ার খবর জানা গেছে। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা তাদের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
এলাকার স্থানীয় বাসিন্দা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, ৭ তলা ভবনটির একটি অংশ পাশের একটি ৩ তলা ভবনের ওপর আছড়ে পড়েছে। বর্তমানে দেশটির সিভিল ডিফেন্স, অ্যাম্বুলেন্স এবং পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে। কাউকে ভবনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। স্থানীয় আরেক বাসিন্দা জানান, আজ সকাল ৮টা ১৮ মিনিটের দিকে ভবনটি ধসে পড়ে। বর্তমানে উদ্ধার কাজ চলছে। ভবনটিতে অনেক পাকিস্তানি, মিশরীয় এবং ফিলিপিন পরিবার রয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post