গত ২৪ ঘণ্টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিন প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। দক্ষিণ আফ্রিকার পৃথক স্থানে সোমবার রাত থেকে মঙ্গলবার সকালের মধ্যে এ তিনজনের মৃত্যু হয়। ফ্রি-স্টেট প্রদেশের ভেলকমের বোচাবিলো শহরে শাহাদাত হোসেন ফয়সাল নামে এক বাংলাদেশি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।
প্রতিবেশি আব্দুল রাজ্জাক জসিম জানান, সোমবার রাত আনুমানিক ১০টার দিকে কয়েকজন স্থানীয় বাংলাদেশিসহ ফয়সাল বোচাবিলো শহরের জিল্লুর রহমানের হোটেলে খাবার খেতে টেবিলে বসেন। সেখানে সবার সঙ্গে কথা বলা অবস্থায় হঠাৎ (খাবার খাওয়ার পূর্ব মুহূর্তে) ফয়সালের বুকে ব্যথা হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
এ সময় তার সহযোগীরা দ্রুত স্থানীয় হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। শাহাদাত হোসেন ফয়সাল নোয়াখালী জেলার কবির হাট উপজেলার ফতেহ পুরের শামসুল হক দুলালের ছেলে।
এছাড়া দক্ষিণ আফ্রিকার নর্থ ওয়েস্ট প্রদেশের ভেন্ডর্সড্রপ এলাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে আমিরুল ইসলাম নামে আরো এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে আমিরুল ইসলাম রাস্তার মধ্যে হঠাৎ পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। স্থানীয় বাংলাদেশিরা নিকটস্থ হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তিনি মেহেরপুর জেলার বাসিন্দা।
অপরদিকে দেশটির নর্থওয়েস্ট প্রদেশের জিরাষ্ট এলাকায় সোমবার রাতে মো. জায়েদ হোসাইন নামে আরো একজন বাংলাদেশি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায়। তিনি জিরাষ্ট এলাকায় দীর্ঘদিন ধরে ব্যবসা করছিলেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post