বছর ঘুরে আবারও শুরু হতে চলেছে পবিত্র রমজান মাস। চাঁদ দেখার ওপর নির্ভর করে বুধবার বা বৃহস্পতিবার থেকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)-সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মাহে রমজান শুরু হতে পারে। আজ সন্ধ্যায় স্থানীয় মুসলিমদের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট। কেউ চাঁদ দেখলে তা নিকটস্থ আদালতকে জানাতে বলা হয়। যদিও মধ্যপ্রাচ্যের আরেক দেশ ওমান আগামীকাল চাঁদ দেখার জন্য সবাইকে আহ্বান জানিয়েছে।
সৌদি বার্তা সংস্থা সূত্রে জানা যায়, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে আজ ২৮ শাবান। আজ মঙ্গলবার সন্ধ্যায় পবিত্র রমজান মাসের নতুন চাঁদ দেখা গেলে আগামীকাল বুধবার থেকে রোজার মাস শুরু হবে। আর দেখা না গেলে বৃহস্পতিবার থেকে রমজান শুরু হবে। তাই স্থানীয় মুসলিমদের আজ সন্ধ্যায় চাঁদ দেখার আহ্বান জানানো হয়।
কেউ খালি চোখে বা দূরবীন দিয়ে রমজান মাসের চাঁদ দেখলে তাদের নিকটতম আদালতকে জানাতে বলা হয় এবং তাদের সাক্ষ্য রেকর্ড করতে বলা হয়। কিংবা নিকটতম কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে তাদের সাক্ষ্য রেকর্ড করতে বলা হয়েছে। এদিকে, নিজ দেশের নাগরিক ও প্রবাসীদের বুধবার সন্ধ্যায় চাঁদ দেখতে আহ্বান জানিয়েছে ওমানের চাঁদ দেখা কমিটি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post