১৫টি সোর্স কান্ট্রির জন্য নতুন কর্মী নিয়োগের কোটা স্থগিত হলেও, বাংলাদেশ থেকে নতুন করে আরও ১ লাখ ৮০ কর্মী নেবে মালয়েশিয়ায়। ২১ মার্চ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়ার। বাংলাদেশ থেকে ১০ লাখ নতুন কর্মীর ডিমান্ডের মধ্যে ঢাকা ইতোমধ্যে প্রায় ৩ লাখ কর্মী পাঠানোর অনুমোদন পেয়েছে। এর মধ্যে এ পর্যন্ত মালয়েশিয়ায় পৌঁছেছে প্রায় ১ লাখ ২০ হাজার নতুন কর্মী।
বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, আরও অন্তত ১ লাখ ৮০ হাজার নতুন কর্মী বৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশের প্রক্রিয়া চলমান রয়েছে, যারা চলতি বছরের মধ্যেই মালয়েশিয়ায় পৌঁছাতে পারবেন। এ ছাড়া পরবর্তীতে ডিমান্ড অনুমোদন প্রক্রিয়া আবার চালু হলে বাংলাদেশ থেকেই সর্বোচ্চসংখ্যক শ্রমিক মালয়েশিয়ায় যাওয়ার অনুমোদন পাবেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post