পয়ঃনিষ্কাশন ব্যবস্থার জন্য নতুন আইন জারী করেছে ওমান। এতে বলা হয়েছে, ভূগর্ভস্থ স্থাপনা যেমন ট্যাংকি বা রিজার্ভার তৈরির সময় ঝুঁকি এড়াতে পর্যাপ্ত ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা কিংবা পানির রিজার্ভ ট্যাংকি স্থাপনার ক্ষেত্রে প্রযুক্তিগত স্টাডি পরিচালনা করতে হবে। ঝুঁকিপূর্ণ পয়ঃনিষ্কাশন নেটওয়ার্ক তৈরি করা বা অন্য কোনও স্থানের সঙ্গে সংযুক্ত স্থাপন করা অনুমোদিত নয়। এই আইন লঙ্ঘনের ক্ষেত্রে সর্বনিম্ন ১ হাজার রিয়াল থেকে সর্বোচ্চ ২০ হাজার রিয়াল পর্যন্ত জরিমানার কথা বলা হয়েছে। অপরাধের পুনরাবৃত্তি হলে জরিমানা দ্বিগুণ হবে। ২০ মার্চ ওমান অবজারভারের এক প্রতিবেদনে একথা জানা যায়।
গাইডলাইনে বলা হয়েছে, যদি পরবর্তী দুই বছরের মধ্যে একই ভাবে আইনের লঙ্ঘন হয় তবে প্রতিটি লঙ্ঘনের জন্য প্রতিদিন ১০০ রিয়াল জরিমানা আরোপ করা হবে, তারপরে তিন বছরের বেশি সময়ের জন্য লাইসেন্স বা পারমিট বাতিল করা হবে।
স্থাপনাগুলোর সুরক্ষা নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষের কাছে একটি আবেদন জমা দিতে হবে। পানি ও পয়ঃনিষ্কাশন নেটওয়ার্ক প্রকল্পের নকশা ও বাস্তবায়ন অবশ্যই অনুমোদিত প্রযুক্তিগত স্পেসিফিকেশন অনুযায়ী হতে হবে এবং পানি ও পয়ঃনিষ্কাশন নেটওয়ার্ক প্রকল্প বাস্তবায়ন শুরু করার আগে আইন দ্বারা প্রয়োজনীয় অনুমোদন নিয়ে কাজ করতে হবে। পানি ও পয়ঃনিষ্কাশন নেটওয়ার্কের জন্য প্রস্তাবিত রুট অনুমোদনের জন্য কোনও দরপত্র জারি করার আগে প্রয়োজনীয় প্রাথমিক অনুমোদন নিতে হবে।
এই অনুমোদন পাওয়ার পরে, নেটওয়ার্ক ডিজাইন এবং নকশা চূড়ান্ত অনুমোদনের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। এতে আরও বলা হয়, ব্যস্ত সড়কের কাছাকাছি ভূগর্ভস্থ পানি এবং পয়ঃনিষ্কাশন নেটওয়ার্ক প্রকল্প বাস্তবায়নের আগে রয়্যাল ওমান পুলিশ (আরওপি) এবং অন্যান্য উপযুক্ত কর্তৃপক্ষের পূর্বানুমোদন নিতে হবে। কাজের স্থানগুলো লাল এবং সাদা টেপ বা কোনও উপযুক্ত সতর্কতা চিহ্ন দিয়ে যথাযথভাবে বেষ্টিত করতে হবে যাতে স্থানগুলো রাতের বেলায় উজ্জ্বলভাবে দেখা যায়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post