মাদারীপুরের শিবচরে বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। আজ রবিবার (১৯ মার্চ) সকালে এই দুর্ঘটনা ঘটে। শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু নাঈম মো. মোফাজ্জেল হক তথ্য নিশ্চিত করেন।
এর আগে রবিবার সকাল ৮টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এ সময় দুমড়েমুচড়ে যায় বাসটি। এ ঘটনায় মাদারীপুরে এখন পর্যন্ত নারীসহ ১৭ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহতদের মধ্যে দুজন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন।
মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম জানান, ‘এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। আমরা ঘটনাস্থলে এসে দেখি বাসটির সামনের অংশ পুরো দুমড়েমুচড়ে গেছে। আমরা প্রত্যক্ষদর্শী ও বাসে থাকে কয়েকজনের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছে, বাসটি খুব দ্রুতগতিতে চলছিল। হঠাৎ করে বাসটির চাকা ফেটে যায় এবং উড়ে এসে নিচে পড়ে। ঘটনায় হাইওয়ে পুলিশ তদন্ত করবে। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, বাসটির ওভার স্পিডের কারণে এ ঘটনা ঘটেছে। বাকিটা তদন্তের পরে জানা যাবে।’
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post