অপেক্ষার প্রহর শেষ। অবশেষে চলতি মাস থেকেই কর্মী নেওয়ার ঘোষণা দিলো ইতালি। দেশটির বহুল প্রতীক্ষিত সিজনাল ও নন-সিজনাল ভিসায় ৮২ হাজার ৭০৫ জন শ্রমিক নেওয়ার গেজেট প্রকাশিত হয়েছে। আগামী ২৭ মার্চ থেকে অনলাইনে আবেদন জমা নেওয়া শুরু হবে। যা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
এবার মৌসুমি ভিসায় ৪৪ হাজার শ্রমিক ইতালিতে প্রবেশ করার সুযোগ পাচ্ছেন। বাংলাদেশসহ ৩৩টি দেশের নাগরিকরা মৌসুমি ভিসায় আবেদন করতে পারবেন। অন্যদিকে অ-মৌসুমী ভিসায় অর্থাৎ অন্যান্য ক্যাটাগরিতে আরও ৩৮ হাজার ৭০৫ জন শ্রমিক ইতালিতে যেতে পারবেন। এরমধ্যে অ-মৌসুমী ভিসার বাইরে কনস্ট্রাকশন, জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান, মেকানিক্স ও টেলিযোগাযোগ সেক্টরে ৩০ হাজারের বেশি কোটা সংরক্ষিত রাখা হয়েছে।
গত প্রায় ৮ বছর বাংলাদেশকে ব্ল্যাক লিস্টে রেখেছিল ইতালি সরকার। তবে গত দুই বছর ধরে আবারও ইতালিতে যাওয়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশি শ্রমিকরা। মূলত কৃষি কাজের ভিসার মেয়াদ থাকে নয়মাস। নিয়মানুযায়ী নয়মাস কাজ করে স্ব-স্ব দেশে ফেরত যাবেন প্রতিটি শ্রমিক। কিন্তু এ নিয়ম মানেন না বাংলাদেশি শ্রমিকরা।
জানা গেছে, বাংলাদেশি শ্রমিকরা ইতালিতে কৃষি কাজের ভিসায় এসে নিয়মনীতির কোন তোয়াক্কা না করে দেশটিতে থেকে যান। আইন অনুযায়ী যেকোনো শ্রমিক নয়মাসের বেশি ইতালিতে অবস্থান করলে তিনি অবৈধ হয়ে যান। কিন্তু বাংলাদেশি শ্রমিকরা নয়মাসের ভিসায় গিয়ে দেশে ফেরত না গিয়ে দেশটিতে অবস্থান করেন। এছাড়া আইন অমান্যসহ বিভিন্ন কারণে গত কয়েক বছর বাংলাদেশের কোটা বাতিল করে রেখেছিল ইতালি সরকার।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post