ওমানে বৃষ্টির পূর্বাভাষ জারী করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। ১৪ মার্চ টাইমস অব ওমানের খবরে বলা হয়, আল হাজর পার্বত্য অঞ্চল ও ওমান সাগরের উপকূলীয় অঞ্চলে এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসময় বৃষ্টির সাথে বজ্রঝড়ের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে, চলতি মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাত বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদফতর বলছে, আগামী দুদিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রপাত হতে পারে। চট্টগ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু দাবদাহ কমে আসবে।
১৩ মার্চ গণমাধ্যমকে দেওয়া তথ্য বাংলাদেশের আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা বেড়েছে এবং চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু দাবদাহ। এদিকে, সম্প্রতি সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, আগামী ১৫ মার্চ থেকে ১৯ শে মার্চ পর্যন্ত বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাত বয়ে যাওয়ার আশঙ্কা (৭০ থেকে ৮০ শতাংশের বেশি) রয়েছে।
তিনি আরও জানান, কালবৈশাখী ঝড়ের কারণে ওই সময়ে দেশের সব জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে, ঝড়ের তীব্রতা সবচেয়ে বেশি থাকবে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও রংপুর বিভাগের জেলাগুলোর ওপর। সবচেয়ে বেশি বজ্রপাত ঝুঁকি রয়েছে ময়মনসিংহ ও সিলেট বিভাগের সব জেলায়, ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া ও রাজশাহী বিভাগের রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায়। ওই সময়ে ঢাকা শহরের ওপর দিয়েও কালবৈশাখী ঝড় অতিবাহিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জেলায় ৩০ থেকে ৭০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post