ভারত থেকে দোহায় যাচ্ছিল ইন্ডিগোর একটি যাত্রীবাহী ফ্লাইট, বিমানের একজন যাত্রীর স্বাস্থ্যগত কারণে (মেডিকেল সিচুয়েশেন) বিমানটি পাকিস্তানে করাচিতে অবতরণ করে।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক গণমাধ্যম খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, বিমানটি দিল্লি থেকে কাতারের রাজধানী দোহায় যাচ্ছিল। মাঝপথে একজন যাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়ে। বিমানের ক্রু পাকিস্তান এয়ার ট্রাফিক কন্ট্রোলে যোগাযোগ করে মানবিক কারণে বিমানের জরুরি অবতরণের আবেদন জানায়। আবেদন মঞ্জুর হলে বিমানটি পাকিস্তানের করাচির জিন্নাহ বিমানবন্দরে অবতরণ করে।
খবর অনুসারে, যে যাত্রী অসুস্থ হয়ে পড়েন তিনি নাইজেরিয়ার নাগরিক আব্দুল্লাহি। বিমান অবতরণের পর চিকিৎসকরা ওই যাত্রীকে পরীক্ষা-নিরীক্ষা করেন। চিকিৎসকরা জানান, উড্ডয়নকালেই (আকাশে) তার মৃত্যু হয়েছে। কিন্তু সঠিক কী ধরনের অসুস্থতায় ওই যাত্রীর মৃত্যু হয়েছে খবরে তা জানানো হয়নি। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পর বিমানটি পুনরায় দোহায় রওনা দেয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post