মাস্কাটে এক প্রবাসীর ঘরে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস প্রক্রিয়াজাত করণের সময় অভিযান চালিয়েছে মাস্কাট পৌরসভা। বৃহস্পতিবার (৯ মার্চ) এই অভিযান চালায় তারা। মাস্কাট ডেইলির এক প্রতিবেদনে একথা বলা হয়।
পৌরসভার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, মাস্কাটের পৌরসভা একটি বাড়িতে অভিযান চালিয়েছে যেখানে প্রবাসী কর্মীরা অস্বাস্থ্যকর পরিবেশে মাংস প্রস্তুত এবং জনস্বাস্থ্য সম্পর্কিত আইন লঙ্ঘনের মতো কর্মকাণ্ডে জড়িত ছিল।
ফলস্বরূপ, সেখান থেকে ১৩৬ কেজি অনুপযুক্ত খাবার ধ্বংস করেছে মাস্কাট প্রশাসন। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া নেওয়া হচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post