আসন্ন ত্রিদেশীয় টুর্নামেন্টকে সামনে রেখে মদিনাতে নিজেদের প্রস্তুত করেছে বাংলাদেশ ফুটবল দল। আর টুর্নামেন্টের আগে নিজেদের সক্ষমতার জানান দিতে ওহুদের বিপক্ষে মাঠে নামবে জামাল-তপুরা।
সৌদি আরবে শুক্রবার ছুটির দিনেও ঘাম ঝরিয়েছেন ফুটবলাররা। সকালে টিম হোটেলে খেলোয়াড়দের সঙ্গে আলাদা আলাদা সেশন করেছেন হেড কোচ হাভিয়ের ক্যাবরেরা। ওহুদের বিপক্ষে নিজের পরিকল্পনারা কথাই জানিয়েছেন খেলোয়াড়দের। এরপর মসজিদে নবাবিতে জুমার নামাজ পড়েছেন তারিক কাজিরা।
বিকেলে প্রায় দুই ঘণ্টার অনুশীলন করেছে লাল সবুজের দল। আর এই ম্যাচের মাধ্যমে দলের বর্তমান পরিস্থিতি পরখ করে নিতে চান বাংলাদেশ হেড কোচ।
বাংলাদেশ ফুটবল দলের কোচ হাভিয়ের ক্যাবরেরা বলেন, ‘এখানে আমাদের ভালো সময় কেটেছে। ত্রিদেশীয় টুর্নামেন্টে আমরা যে কৌশলে খেলতে চাই তা বুঝে নেয়ার যথেষ্ট সময় পাচ্ছি। আমরা খুবই ভাগ্যবান, আমরা ওহুদের বিপক্ষে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি। এই দলটা কিছুদিন আগে মিশরের বিপক্ষে খেলেছে। ম্যাচটা আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ। এই মুহূর্তে আমরা কোথায় আছি? ছেলেরা কৌশল কতটা বুঝল, সেটা জানার সুযোগ থাকছে এই ম্যাচে।’
এদিকে ম্যাচটা প্রস্তুতির হলেও, ওহুদের বিপক্ষে জয়ের জন্যই মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘স্কোয়াডের সবাই অনেক উদ্দীপিত। আমরা সবাই অপেক্ষা করছি আগামীকালের (শনিবার) ম্যাচের জন্য। আমাদের জন্য দোয়া করবেন। আশা করি, আমরা এই ম্যাচ থেকে ভালো একটা ফল পাব।’
২২ মার্চ সিলেটে শুরু হবে ত্রিদেশীয় টুর্নামেন্ট। বাংলাদেশ ছাড়াও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে ব্রুনাই ও সিশেলেস।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post