পরকীয়ার অপবাদ সইতে না পেরে বগুড়ার কাহালুতে প্রবাসীর স্ত্রী সালমা খাতুন (৩০) বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনে আত্মহত্যা করেছেন। শুক্রবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সকাল ৯টার দিকে কাহালুর পাইকড় ইউনিয়নের কুশলিহাট গ্রামে স্বামীর বাড়িতে তিনি বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করেন। তিনি ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী রানা ফকিরের স্ত্রী। বিষয়গুলো নিশ্চিত করেছেন কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন।
তিনি জানান, দীর্ঘদিন থেকে ওই গ্রামের রানা ফকির কর্মসূত্রে মালয়েশিয়াতে বাস করেন। প্রবাসে থাকায় স্ত্রী সালমা খাতুনকে তিনি পরকীয়ায় সন্দেহ করতেন। কয়েকদিন আগে সালমা তার স্বামীকে না জানিয়ে বগুড়া শহরে এলে উভয়ের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। এ নিয়ে রানা তার স্ত্রীকে পরকীয়ার অপবাদ দেন। ক্ষোভে সালমা খাতুন শুক্রবার সকালে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করেন। ওসি আরো জানান, সালমার লাশ সদর থানা পুলিশ সুরহতাল শেষে গ্রামে পাঠানো হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post