প্রবাসী বাংলাদেশীদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণে বাংলাদেশের ৫৩ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ৭ মার্চ আমিরাতের রাজধানী আবুধাবির এক অভিজাত হোটেলে জমকালো অনুষ্ঠানের আয়োজন করে দূতাবাস। মূলত এ বছর স্বাধীনতা দিবস পবিত্র রমজান মাসে হওয়ায় ২৬ মার্চ এর পূর্বেই ঐতিহাসিক ৭ই মার্চ এবং বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস একসাথেই উদযাপন করা হয়।
অনুষ্ঠানে ফারাহ তাজিন এনির পরিচালনায় রাষ্ট্রদূত আবু জাফরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমিরাত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আহম্মেদ বিন আল সায়েক। অনুষ্ঠানে ঐতিহাসিক ৭ই মার্চ এবং ৫৩ তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কেক কাটা হয়।
এতে শতাধিক কূটনৈতিক, দুবাই অবস্থানরত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন, সিআইপি নেতৃবৃন্দ আমিরাতে অবস্থানরত বিভিন্ন প্রদেশের ব্যবসায়ী, সাংবাদিক ও প্রবাসীরা উপস্থিত ছিলেন। অতিথিদের শুভেচ্ছা জানান রাষ্ট্রদূত ও সহধর্মিণী সালমা আহাম্মদ জাফর।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post