ওমানের দুকাম ও সৌদি আরবের মধ্যে একটি রেললাইন নির্মাণের সম্ভাবনা নিয়ে গবেষণা করছে বলে জানিয়েছে দেশটির পরিবহন, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় (এমটিসিআইটি)। স্থানীয় একটি রেডিও স্টেশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমটিসিআইটির পরিবহন বিষয়ক আন্ডার সেক্রেটারি এইচ ই খামিস বিন মোহাম্মদ আল শামাখি বলেন,ওমান ও সৌদি আরব ইবরিতে সীমান্ত ক্রসিং দিয়ে দুকামকে রিয়াদের সাথে সংযুক্ত করার জন্য একটি রেললাইন নির্মাণের বিষয়টি খতিয়ে দেখছে।
তিনি আরও জানান, প্রকল্পটি নিয়ে উভয় দেশের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া এসেছে।
এইচ ই শামাখির মতে, রেলওয়ে প্রকল্পগুলো ব্যয়বহুল এবং বাস্তবায়নের আগে বিশদ এবং বিস্তৃত অধ্যয়নের প্রয়োজনআছে। এ ধরনের রেললাইন স্থাপন পণ্য পরিবহন এবং বাণিজ্যিক চলাচলকে ত্বরান্বিত করার জন্য সহায়ক হবে। তবে যাত্রী পরিহনের কথা এখনই ভাবা হচ্ছে না।
এর আগে, ওমান-সংযুক্ত আরব আমিরাত রেল নেটওয়ার্কের অংশ সোহার-বুরাইমি রেলপথটি ২০১৪ সালে প্রথম ঘোষণা করা হয়েছিল।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post