ওমানের ইতিহাসে সবচেয়ে বড় এবং জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যা আগামী ২ মার্চ থেকে শুরু হয়ে চলবে ১১ মার্চ পর্যন্ত। পাঁচ দিনের এই উৎসবে ওমানের শিল্পীরা ছাড়াও সৌদি আরব, ভারত, পাকিস্তান ও বাংলাদেশের তারকা শিল্পীরা পারফর্ম করবেন। সেই তালিকায় বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন চিত্রনায়ক শাকিব খান, কণ্ঠশিল্পী আঁখি আলমগির, ন্যানসি ও ইমরান মাহমুদুল।
দেশটির অটোমোবাইল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগামী ২ মার্চ পর্দা উঠবে রাজধানী মাস্কাট এরিনায়। এতে প্রতিদিন ২০ হাজার দর্শক অংশ নিতে পারবেন। আয়োজনটির জন্য তৈরি করা হয়েছে ২৪ মিটার প্রশস্ত বিশাল মঞ্চ। যেখানে অত্যাধুনিক প্রযুক্তি ও আলোকসজ্জা থাকবে।
২ মার্চের পর ৩, ৪, ১০ ও ১১ মার্চ চলবে ‘মাস্কাট বিটস’র জমকালো আয়োজন। সৌদি আরবের অন্যতম বড় তারকা আয়েধ ইউসুফের পরিবেশনা দিয়ে শুরু হবে এই উৎসব। এরপর ৩ মার্চ অংশ নেবেন ভারতের মিউজিক্যাল জিনিয়াস ইলাইয়া রাজা। বাংলাদেশি তারকারা পারফর্ম করবেন ৪ মার্চ। ফলে প্রবাসে থেকেই নিজ দেশের শিল্পীদের পরিবেশনা উপভোগ করতে পারবেন ওমানে থাকা বাংলাদেশিরা। ১০ মার্চ উৎসবটি মাতাবেন বলিউড গায়িকা সুনিধি চৌহান। এরপর ১১ মার্চের সমাপনী আকর্ষণ হিসেবে থাকছেন পাকিস্তানের নন্দিত গায়ক রাহাত ফতেহ আলী খান।
এতে মোট ১৩০ জন সংগীতশিল্পী অংশ নেবেন বলে জানিয়েছে ‘মাস্কাট বিটস’ কর্তৃপক্ষ। এতে গোটা ওমানব্যাপী প্রবাসীদের হাতের নাগালে টিকিট পৌঁছে দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট ক্লাব ওমান ও চট্টগ্রাম সমিতি ওমান। মাস্কাট সহ সমগ্র ওমানের টিকিট প্রাপ্তি স্থান ও নাম্বার আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে।
বাংলাদেশি মিউজিক্যাল নাইটের টিকেট প্রাপ্তির স্থান ও মোবাইল নাম্বার
১, মুছা (সুর) 99357235
২, হাছান (জালান) 9881 7360
৩, জাহাঙ্গীর, সেলিম (সোহার)78577441,,96949625
৪, সোহেল (সুইক) 9648 5757
৫,মাজিদ হোসেন রানা (বারকা)
৬, মন্জু মোবেলা সানাইয়া 95230447
৭, সেলিম নূর মোবেলা সানাইয়া 91115011
৮, সাহাদাত মোবেলা 99656572
৯, করিম সীব 97001855
১০, মজিবুর রহমান আল হীল 7862 4748
১১, নাছির ভাই আলহোদ 99014921
১২, বেলাল আলহোদ 79570427, 9674 0726
১৩, পারভেজ, মোয়ালা সবজি মার্কেট 9595 1422
১৪, ইমন/ সোহেল মিছফা 9648 5757
১৪, আজেবা…….79793953
১৫, নূরু ভাই ঘোবরা 79793953
১৬, আরিফ গালা
১৭, কাজী রাশেদ বাউসার 95094032
১৮, মন্জু আল খোয়াইর 95230447
১৯, সাইম আমরাত 9256 0874
২০, আব্বাস হামরিয়া 7973 1752
২১, তাপস দা মাতারা 98785000
২২, আজিজ ওয়াদি কবির 9275 2715
২৩, ইউসুফ আল বারাকা 92499956
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post