কর্মীদের মধ্যে কাজের উদ্যম বাড়াতে এবং কাজের মানোন্নয়নে সপ্তাহে কর্মদিবসের সংখ্যা কমিয়ে আনার পরিকল্পনা করেছিল ফোর ডে উইক গ্লোবাল নামে একটি অলাভজনক প্রতিষ্ঠান। নিউজিল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠানটির এ উদ্যোগে শামিল হয়েছিল যুক্তরাষ্ট্র, কানাডা, দক্ষিণ আফ্রিকা এবং ইউরোপের বেশকিছু প্রতিষ্ঠান। এতে প্রতিষ্ঠানের আয় বেড়েছে এবং কর্মীরা আগের চেয়ে অনেক বেশি উদ্যম নিয়ে কাজ করছেন, বেড়েছে কাজের মানও।
আর তাই এবার ওমানেও চার কর্মদিবসের প্রস্তাব করেছিলেন দেশটির মজলিশে শুরার এক সদস্য। কিন্তু এতে সরকারের কোনো ইচ্ছে নেই বলে জানিয়ে দিয়েছেন ওমানের শ্রমমন্ত্রী ড. মাহাদ বিন সাইদ বিন আলী বাওয়াইন। মন্ত্রী স্পষ্ট করে বলেছেন, অনেকেই ওমানে কর্মদিবস কমিয়ে চারদিন করার প্রস্তাব দিয়েছেন। তবে এই ধরনের কোন ইচ্ছা সরকারের নেই। সোমবার মজলিশে শুরার এক সদস্যের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) মাস্কাট ডেইলির এক প্রতিবেদনে বলা হয়, ওমানে চার দিনের কর্মদিবস নিয়ে বেশ কয়েকটি দেশের পরীক্ষা-নিরীক্ষার পর অনেক আলোচনা হয়েছে। এছাড়াও সরকারি ন্যূনতম মজুরি ৫০০ রিয়াল করা এবং চাকরিপ্রার্থীদের চাকরি না হওয়া পর্যন্ত বেতন দেওয়ার বিষয়েও দেশটির সংসদে আলোচনা হয়। এ ব্যাপারে মন্ত্রী বলেন, ন্যূনতম মজুরি বাড়ানোর সম্ভাবনা নিয়ে বিভিন্ন গবেষণা হয়েছে। আমরা একটি সমীক্ষা চালিয়েছি যেখানে মুদ্রাস্ফীতি এবং অন্যান্য কারণগুলো বিবেচনায় নেওয়া হয়েছিল। এটি মন্ত্রিপরিষদে জমা দেওয়া হয়েছে এবং আমরা সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি। মন্ত্রিসভায় পাঠানো শ্রম আইনের খসড়া ছাড়াও পাবলিক সার্ভিস আইন ‘শিগগিরই’ অনুমোদিত হবে বলেও জানান মন্ত্রী।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post