কুয়েত প্রবাসী জাকির হোসেনের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ঘরে প্রবেশ করে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থসহ মূল্যবান মালামাল লুটে নেয়। রোববার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাড় দেড়টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের হালুকাইদ গ্রামের প্রবাসী জাকিরের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।
জাকির হোসেনের চাচাতো ভাই সাংবাদিক মাহবুবুর রহমান জানান, রাত দেড়টার দিকে ডাকাতরা আম গাছ বেয়ে সীমানা প্রাচীরের ভেতরে ঢুকে পড়ে। পরে তার একটি ঘরের তালা কৌশলে খুলে ভেতরে প্রবেশ করে। ওই ঘরে থাকা ওয়ারড্রপ, আলমিরা ও শো-কেসের ভেতরে থাকা কাপড়সহ বিভিন্ন মালামাল তছনছ করে। তারা আলমিরা থেকে সাড়ে ৪ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ১৭ হাজার টাকা ও মূল্যবান মালামাল লুটে করে। আলমিরার শব্দ পেয়ে পাশের ঘরে থাকা গৃহবধূ উঠে বিভিন্ন জায়গায় কল দিলে ডাকাতরা বুঝতে পেরে মালামাল নিয়ে চলে যায়। সকাল সাড়ে ৯টা পর্যন্ত থানা পুলিশ ডাকাতির শিকার বাড়িতে পৌঁছায়নি।
শ্রীপুর থানার এসআই আব্দুর রাজ্জাককে সকাল সোয়া ৯টায় ফোন দিলে তিনি এ বিষয়ে কোনো কিছু জানেন না বলে জানান। তিনি বলেন, আমি মাত্র ডিউটিতে আসছি। হয়তোবা আমার আগে যে অফিসার ডিউটিতে ছিলেন তিনি জেনে থাকতে পারেন। তবে শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকায় প্রতি রাতেই ডাকাতির ঘটনা ঘটছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ডাকাত আতঙ্ক বিরাজ করছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post