নিজ দেশে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে নানা পদক্ষেপ হাতে নিয়েছে ওমান সরকার। শতভাগ নিজস্ব মালিকানায় ব্যবসার সুযোগ সহ আরো নানা ধরণের সুযোগ সুবিধা রয়েছে দেশটিতে। জাতীয় অর্থনীতির উন্নয়নে এরই মধ্যে বেসরকারি বিনিয়োগকারীদের বাণিজ্যিক নিবন্ধন ফি কমিয়েছে ওমান সরকার। ২৬ ফেব্রুয়ারি দেশটির সুলতান হাইথাম বিন তারিকের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রীসভার বৈঠকে নিবন্ধন ফি কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে দেশটিতে আরও বিনিয়োগে আগ্রহী হবেন বিদেশীরা এমনটি মনে করা হচ্ছে।
দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী ২০২১ সালে ২৫ হাজার ৪৫ দশমিক ২ মিলিয়ন ডলারে পৌঁছেছে বৈদেশিক বিনিয়োগ। যা ২০২০ সালের তুলনায় ২০ দশমিক ৫ শতাংশ বেশি। বৈদেশিক বিনিয়োগ পরিসংখ্যান বুলেটিনে আরো বলা হয়, ২০২১ সালে ওমানের জিডিপি দাঁড়িয়েছে প্রায় ৩৩ হাজার ৯০৯ দশমিক ৮ মিলিয়ন ডলার। যা ২০২০ সালের তুলনায় ১৬ দশমিক ২ শতাংশ বেশি।
বুলেটিনে বলা হয়, ওমানের সবচেয়ে বেশি বৈদেশিক বিনিয়োগ আসে যুক্তরাজ্য থেকে, যার পরিমাণ ৪৫ শতাংশ। এরপরে আছে মার্কিন যুক্তরাষ্ট্র, যা ১৫ দশমিক ৫ শতাংশ। বুলেটিনে বলা হয়, জিসিসি তালিকাভুক্ত দেশগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বিনিয়োগ ২০২১ সালে ৯৫১ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। কুয়েতের বিনিয়োগ কমে ৮০০ মিলিয়নে নেমেছে, কাতারের বিনিয়োগ বেড়ে দাঁড়িয়েছে ৪৫৭ দশমিক ৫ মিলিয়ন ডলার। সৌদি বিনিয়োগও ২০২১ সালে ৮০ দশমিক ৬ মিলিয়ন ডলারে পৌঁছেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post