সৌদি আরবে ভারতীয় পর্যটকের সংখ্যা বেড়েই চলেছে। চলতি বছর ভারত থেকে ২০ লাখের বেশি পর্যটক সৌদি আরব যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে। সেইসাথে আগামী ২০৩০ সাল নাগাদ বার্ষিক হিসাবে বিশ্বের সবচেয়ে বেশি পর্যটক যাবে ভারত থেকে এমনটি প্রত্যাশা করছে সৌদি ট্যুরিজম অথোরিটি (এসটিএ)। ইতিমধ্যেই ভারতীয় পর্যটক টানতে বেশ কিছু উদ্যোগও গ্রহণ করেছে সৌদি আরব।
ফেব্রুয়ারিজুড়ে ভারতে বেশ কিছু প্রমোশন প্রোগ্রাম করেছে এসটিএ। এর মধ্যে রয়েছে সফল রোডশো, ট্রাভেল অ্যান্ড ট্রেড ইভেন্টগুলোতে অংশগ্রহণ এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সাথে অংশীদারিত্ব চুক্তি। এসটিএ জানিয়েছে, ২০৩০ নাগাদ ভারত হবে সৌদি আরবের বৃহত্তম পর্যটন উৎস। ওই সময় নাগাদ প্রতি বছর ১০ কোটি ভারতীয় সৌদি আরব সফর করবে এমনটি ধারণা করছে সৌদি ট্যুরিজম অথোরিটি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post