আর কয়েকদিন পরই শুরু হচ্ছে রমজান মাস। এরপরই আসছে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। আর এই উৎসবকে কেন্দ্র করে প্রবাসীদের মধ্যে অনেকেই দেশে এসে থাকেন। সাধারণত, রমজানের প্রথম দুই সপ্তাহ ফ্লাইটের চাহিদার দিক থেকে ধীর গতিতে থাকে এবং তারপরে ঈদের ছুটির সময় পর্যন্ত উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। তবে, এ বছর রমজানের প্রথম সপ্তাহ থেকে ব্যয়বহুল হয়ে উঠবে। কারণ ভারত, যুক্তরাজ্য এবং ফিলিপাইন ভ্রমণের ক্ষেত্রে প্লেন ভাড়া ইতিমধ্যে ১০-২৫ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে।
আন্তর্জাতিক ফ্লাইটের পাশাপাশি বাড়বে অভ্যন্তরীণ ফ্লাইটের চাহিদাও। মূলত এই সময়ে মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশে আসেন প্রবাসী কর্মীরা। এছাড়াও এবছর রমজানের শেষের দিকে স্কুলও ছুটি শুরু হবে। আর তাতে ভ্রমণের চাহিদা তাত্ক্ষণিকভাবে বৃদ্ধি পাবে। সবকিছু মিলিয়ে ঈদের ছুটিকে কেন্দ্র করে টিকেটের দাম আরও বেড়ে যেতে পারে বলে আশংকা করা হচ্ছে। এমতাবস্থায় দেশে আসতে ইচ্ছুক প্রবাসীদের এখনই টিকিট কেনার পরামর্শ দিয়েছেন অভিবাসন বিশেষজ্ঞরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post