সৌদিআরবে ওমরাহ পালন শেষে মদিনা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। গতকাল বৃহস্পতিবার জেদ্দা-মদিনা রোডে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন- বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ বাংলা শাখার পরিচালনা কমিটির চেয়ারম্যান আতাউর রহমান মুকুলের বাবা আব্দুল মালেক মেম্বার(৭৪) ও ভাগিনা বউ তাসলিমা বেগম(২০)। আতাউর রহমান মুকুলের বাড়ি নরসিংদী জেলার শিবপুর উপজেলার দক্ষিণ সাধারচর এলাকায়।
জেদ্দা প্রবাসী ইলিয়াস জানান, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ জেদ্দা বাংলা শাখার চেয়ারম্যান আতাউর রহমান মুকুলের বাবা, ভাগিনা ও ভাগিনা বউ ওমরাহ করতে সৌদিআরব আসেন। ওমরাহ শেষে পরিবারসহ মদিনায় যাচ্ছিলেন আতাউর রহমান মুকুল। পথে জেদ্দা-মাদিনা সড়কের একটি গর্তে গাড়িটি আঘাত লেগে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে রাস্তার পাশের কালভাটে আঘাত করে। এ ঘটনায় আতাউর রহমান মুকুলের বাবা আব্দুল মালেক মেম্বার ও ভাগিনা বউ তাসলিমা বেগম মারা যান। আহত হন পরিবারের অন্য আরও ছয় জন। পরে তাদের স্থানীয় ওয়াদী ফারাহ হাসপাতাল ভর্তি করা হয় বলে জানিয়েছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post