ওমানে ব্যাপক জাঁকজমকপূর্ণভাবে যাত্রা শুরু করলো বাংলাদেশি প্রতিষ্ঠান দ্য লাভ অফ প্যারেন্টস নামে দেশীয় মাছ মাংসের দোকান। ২৪ ফেব্রুয়ারি মাস্কাটের মাবেলা সানাইয়া ৭ নাম্বারে এটির উদ্বোধন করা হয়। এসময় স্থানীয় বাংলাদেশিদের পাশাপাশি পাকিস্তানি, ভারতীয় এবং ওমানিরাও উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমানি প্রসিদ্ধ ব্যবসায়ী হাসান গোলাম আল আজমি। যিনি ওমানের সুনামধন্য একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রভাষক হিসেবে কর্মরত আছেন।
ওমানের মাটিতে দেশীয় নদীর মাছ মিলছে এমন খবরে ভিড় করেন প্রবাসী ক্রেতারা। পরিপাটি দোকান এবং সাশ্রয়ী মূল্যে বাজার করতে পেরে আনন্দিত ক্রেতারাও।
প্রতিষ্ঠানটির কর্ণধার এইচ এম কাজি হাবিবুর রহমান আল হাবিব একজন কুরআনের হাফেজ। সেইসাথে তিনি ওমানের একজন সফল ব্যবসায়ীও। নিজের সততা এবং পরিশ্রম দিয়ে ওমানের মাটিতে গড়ে তুলেছেন আবু আস সাফওয়ান বিন হাবিব ইনভেস্টমেন্ট নামে একটি গ্রুপ অফ কোম্পানি।
তার অনেকগুলো প্রতিষ্ঠানের মধ্যে এই মাছের ব্যবসা একটি অঙ্গ প্রতিষ্ঠান। যেখানে মিঠাপানির ও সামুদ্রিক মাছ পাওয়া যায়। এ ছাড়াও শুটকি, খাসী, মুরগি, উট, কোয়েল পাখি সহ যাবতীয় ফ্রেস ও ফ্রোজেন মাছ মাংস পাওয়া যায়।
তার এমন সফলতায় মুগ্ধ খোদ ওমানিরাও। অনুষ্ঠানে বাংলাদেশি ব্যবসায়ী মাসুদুল হোসাইন সহ বিশিষ্ট প্রবাসীরাও উপস্থিত ছিলেন। এসময় প্রবাসী সফল এই উদ্যোক্তার ভুয়ুসি প্রশংসা করেছেন অনেক ওমানি নাগরিক।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post