ওমানে বাড়ছে মাদকের ব্যবহার। ফলে, ক্রমান্বয়ে অপরাধের প্রবণতাও বৃদ্ধি পাচ্ছে দেশটিতে। আর এমন পরিস্থিতিতে উদ্বেগ দেখা দিয়েছে প্রশাসনের মধ্যে। ২২ ফেব্রুয়ারি টাইমস অব ওমানের এক প্রতিবেদনে বলা হয়, ওমানে মাদকের ব্যবহার ও মাদক সম্পর্কিত অপরাধ দমনে সমন্বিত প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন দেশটির সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা ড. জালাল ইউসুফ আল মুখাইনি।
সম্প্রতি শাবিবা রেডিও’র সঙ্গে কথা বলার সময় আল মুখাইনি জানিয়েছেন, ২০২০ সালে ওমানে মাদক সম্পর্কিত অপরাধের সংখ্যা প্রায় ১ হাজার ৭০০। এর মধ্যে অবাক করা বিষয় হচ্ছে নিবন্ধিত মাদক মামলার মধ্যে ৩৭ জন আসামী নারী। আল মুখাইনি বলেন, পরিসংখ্যানে এমন একটি সংখ্যা দেখানো হয়েছে যা উদ্বেগের বিষয়। সমাজে মাদকের ব্যবহারের বিস্তার লক্ষ্য করা যাচ্ছে। আমরা এমন একটি পরিস্থিতির মুখোমুখি হয়েছি যা উদ্বেগজনক পর্যায়ে রয়েছে।
আল মুখাইনি আরও বলেন, ‘প্রকৃত বিপদ তরুণ-তরুণীদের মধ্যে মাদকের ব্যবহার নিয়ে। এমন কিছু ঘটনা আমার নজরে এসেছে যেখানে ১২-১৩ বছর বয়সী কিশোর-কিশোরীদের মাদকাসক্ত অবস্থায় পাওয়া গেছে। উদ্বেগের আরেকটি কারণ হচ্ছে নারীদের মধ্যে মাদক সেবনের সংখ্যা বেশি এবং পরিসংখ্যানে দেখা গেছে যে ৩৭ জন মহিলা মাদক সম্পর্কিত অপরাধের সাথে জড়িত ছিল।
মন্ত্রণালয়ের এই শীর্ষ কর্মকর্তা আরও বলেন, আমরা এমন একটি পরিস্থিতির মুখোমুখি হয়েছি যেখানে সমাজে সত্যিকারের ঝুঁকি রয়েছে। ওমানের ভৌগলিক অবস্থানের কারণে চোরাচালানকারীরা সমুদ্র সীমানাকে কাজে লাগানোর চেষ্টা করে। মাদকের বিপদ এবং এর ব্যবহার সম্পর্কে সমাজে সচেতনতা বাড়াতে মিডিয়ার মনোযোগ প্রয়োজন বলে মনে করেন তিনি। সম্প্রতি মন্ত্রীপরিষদে দেওয়া এক ভাষণে মাদকের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রচেষ্টার প্রশংসা করেন সুলতান হাইথাম বিন তারিক। একইসাথে ২০২৩-২০২৮ সালের জন্য মাদকের বিরুদ্ধে লড়াইয়ের জাতীয় কৌশল অনুমোদন করেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post