ওমানের সকল যানবাহনে ট্র্যাকিং ডিভাইস বসানর নির্দেশ দিয়েছে দেশটির পরিবহন, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী ওমানে নিবন্ধিত সব ধরনের পরিবহন অর্থাৎ ট্রাকে এই ডিভাইস বসাতে হবে। সেইসাথে অন্য দেশ থেকে ওমান প্রবেশের সময় তাদের যানবাহনেও সীমান্ত থেকে ট্র্যাকিং ডিভাইস বসাতে হবে।
২২ ফেব্রুয়ারি মাস্কাট ডেইলির এক প্রতিবেদনে বলা হয়, গত ১৩ ফেব্রুয়ারি নতুন এই গ্যাজেট প্রকাশ করেন দেশটির পরিবহন, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী সাইদ বিন হামুদ আল মাওয়ালি। সরকারী গেজেটে প্রকাশের একদিন পর থেকেই কার্যকর হয় নতুন এই আইন।
এছাড়াও ট্রাক চালকদের মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত সময় ও ট্রাফিক রুট মেনে চলতে বলা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কোনও ট্র্যাকিং ডিভাইস ইন্সটল করলে ৪০০ রিয়াল জরিমানা করা হবে। একই অপরাধের পুনরাবৃত্তি হলে জরিমানা দ্বিগুণ করা হবে। তৃতীয়বারের মতো পুনরাবৃত্তি হলে লাইসেন্স বাতিল করার কথা জানিয়েছে মন্ত্রণালয়।
নতুন এই আইনটির বিষয়ে পরিবেশ কর্তৃপক্ষের রাসায়নিক উপকরণ বিভাগের পরিচালক ড. মোহাম্মদ মজিদ আল কাসবি মাস্কাট ডেইলিকে বলেন, পরিবহন মালিকদের ইন্সটল ইন ভেহিকেল মনিটরিং সিস্টেম (আইভিএমএস) ডিভাইস নিশ্চিত করার জন্য এই সিদ্ধান্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি নির্মাণ বর্জ্যের অবৈধ ডাম্পিং হ্রাস করবে। কাসবির মতে, এই সিদ্ধান্তের ফলে অনির্ধারিত ও আবাসিক এলাকায় নির্মাণ বর্জ্য এলোমেলোভাবে ফেলার প্রথা বন্ধ হবে এবং বর্জ্য পরিবহনের সময় ট্রাক-পর্যবেক্ষণ করা হবে। ফলে, যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা বন্ধ হবে। নতুন এই আইনটি শুধুমাত্র দেশটির ট্র্যাকের জন্য, ট্র্যাক বা মালবাহী যানবাহন ব্যতীত সাধারণ প্রাইভেট কারের জন্য এই আইনটি নয় বলে জানিয়েছে মন্ত্রণালয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post