‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভুতি কি, মানুষ পেতে পারে না?’ ভূপেন হাজারিকার সেই গানের কথা নিশ্চয়ই মনে আছে সবার। এবার তার সেই গানের বাস্তবতা দেখা মিললো তুরস্কে। দেশটিতে ঘটে যাওয়া স্বরণকালের ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত মারা গেছেন প্রায় ৫০ হাজার। আহত হয়েছেন লক্ষাধিক এবং নিখোঁজ রয়েছেন কত মানুষ তার কোনো সঠিক পরিসংখ্যান নেই।
দেশটির এমন বিপর্যয়ের মুহূর্তে সহযোগিতার হাত বাড়িয়েছে গোটা বিশ্ব। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে ৩ লাখ ৭০ হাজারে রিয়ালেরও বেশি অর্থ সংগ্রহ করেছে ওমান। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ কোটি ৮৩ লাখ সমপরিমাণ অর্থ। দেশটিতে আঘাত হানা স্বরণকালের এই ভূমিকম্পের পরপরই তহবিল সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়।
এ জন্য দেশটির জাতীয় অনলাইন অনুদান পোর্টাল www.donate.om এ ৬ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে প্রাপ্ত মোট অর্থের পরিমাণ দাঁড়ায় ১ লাখ ৫৪ হাজার ১২৯ রিয়ালে। এছাড়াও দেশটির দার আল আত্তা দাতব্য সংস্থার মাধ্যমে ৭৬ হাজার ৭২২ রিয়াল এবং ওমান চ্যারিটেবল অর্গানাইজেশন সংগ্রহ করে ৭৭ হাজার ৪০৭ রিয়াল।
ওমান চ্যারিটেবল অর্গানাইজেশন জানিয়েছে, এই অনুদান রয়্যাল ওমানি বিমান বাহিনীর সহযোগিতায় সিরিয়া এবং তুর্কির ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হচ্ছে। এই ত্রাণ কার্যক্রমে চাইলে প্রবাসীরাও অংশগ্রহণ করতে পারবে। প্রবাস টাইমের মাধ্যমেও অসংখ্য প্রবাসী এই ত্রাণ কার্যক্রমে অংশ নিয়েছেন। ওমানটেল ব্যবহারকারী প্রবাসীরা চাইলে 90022 এবং ওরেডো ব্যবহারকারীরা 90909 নাম্বার ডায়াল করে অনুদান দিতে পারবেন। এছাড়াও স্বয়ংক্রিয় পেমেন্ট মেশিনের মাধ্যমে এবং ব্যাংক মাস্কাট, ন্যাশনাল ব্যাংক অব ওমান এবং ব্যাংক ধোফারের মাধ্যমেও অনুদান সংগ্রহ করা হচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post