ওমানে খোলা স্থানে অথবা পাবলিক প্লেসে ময়লা ফেললে ১০০ রিয়াল জরিমানা করার কথা জানিয়েছে মাস্কাট পৌরসভা। আইনটি পুরনো হলেও সাম্প্রতিক সময়ে অনেকের বাড়ির আশপাশ নোংরা পাওয়া যাচ্ছে। আর তাই, নাগরিক ও প্রবাসীদের সতর্ক করেছে পৌর কর্তৃপক্ষ। সোমবার (২০ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে মাস্কাট পৌরসভা জানিয়েছে, যেখানে সেখানে আবর্জনা ফেলা এমন একটি কাজ যা জনস্বাস্থ্যের ক্ষতি করে, পরিবেশকে দূষিত করে এবং অন্যদেরকে বাইরে ভালো সময় কাটানো থেকে বঞ্চিত করে। আর তাই পরিচ্ছন্ন নগরী গড়তে এই আইন। শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং পর্যটকদের আকর্ষণ করে এমন পরিবেশ তৈরি করা প্রত্যেকের দায়িত্ব। আইনগত জবাবদিহিতা এড়াতে সবাইকে আইন মেনে চলতে বলা হয়েছে।
দেখাগেছে, ওমানের সমুদ্র সৈকত, মরুভূমি এবং পাহাড়ি অঞ্চলে অনেকেই পরিবার ও বন্ধুবান্ধব মিলে বারবিকিউ পার্টি করেন। এতে ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে না ফেলে অনেকেই পরিবেশ নোংরা করেন। এতে যেমনিভাবে পরিবেশ দূষিত হয় ঠিক তেমনিভাবে অন্যদের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করে। আর তাই, এ ধরণের নিষিদ্ধ কাজ না করতে সবাইকে অনুরোধ জানিয়েছে পৌর কর্তৃপক্ষ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post