বাংলাদেশ সরকারের রেমিটেন্স এ্যাওয়ার্ড আয়োজনে এই প্রথম কোন রেমিটেন্স এ্যাওয়ার্ড জিতলেন দু, জন প্রবাসী সাংবাদিক। গত শুক্রবার বাংলাদেশ কন্সূলেট দুবাই এই রেমিটেন্স এ্যাওয়ার্ড প্রদান করেন। অনুষ্ঠানে নিম্ন বেতনভোগী সাধারণ কর্মী, ১০ জন, উচ্চ বেতন ভোগী সাধারণ কর্মী ১০ জন।ব্যবসায়ী ১৪ জন, নারী উদ্যোক্তা ৫ জন, পেশাজীবি ১৩ জন।পেশাজীবি ক্যাটাগরিতে দুজন সাংবাদিককে রেমিটেন্স এ্যাওয়ার্ড প্রদান করা হয়।
এতে এ্যাওয়ার্ড জিতেন বাংলাদেশ প্রেস ক্লাব ইউ এ ই,র প্রেসিডেন্ট,সময় টেলিভিশনের প্রতিনিধি শিবলী আল সাদিক।তিনি একাধারে আরব আমিরাতের আল আইন নগরীতে অবস্থিত বিন আলম বিল্ডিং মেটারিয়াল এল এল সি,র ম্যানেজিং ডাইরেক্টর ও জন প্রিয় নিউজ পোর্টাল সময়ের সংলাপের সম্পাদকের দায়িত্ব পালন করছেন। সাংবাদিক হিসেবে শিবলী আল সাদিক দেশের জন প্রিয় গন মাধ্যম দৈনিক ইত্তেফাক,দৈনিক পূর্বকোন যায় যায় দিন, অর্থকথা, এন টিভি কাজ করেছেন। সর্বশেষ তিনি সময় টিভিতে কর্মরত আছেন। রেমিট্যান্স এ্যাওয়ার্ড জেতা অপর সাংবাদিক হলেন ৭১ টিভির আরব আমিরাত প্রতিনিধি লুৎফুর রহমান।
সংযুক্ত আরব আমিরত অবস্থানরত বাংলাদেশ কমিউনিটি নেতারা জানিয়েছেন সাংবাদিকদের এই পুরস্কারে ভূষিত করার বিষয়টি অত্যন্ত তাৎপর্য বহন করে। বাংলাদেশ কনস্যুলেট পেশাজীবীদের প্রতি এই সম্মান দেখিয়ে যে দূরদর্শিতার পরিচয় দিয়েছে তা আগামীতে দেশের সমৃদ্ধি আনায়নে ব্যাপক সফলতা আসবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post