সৌদি আরবে গৃহকর্মীরা সাতটি বিমানবন্দর দিয়ে রি-এন্ট্রি অথবা এক্সিট ভিসা নিয়ে যাওয়া আসা করতে পারবে। তবে তাদের আসা যাওয়ার দায়িত্ব নিয়োগকর্তাকে নিতে হবে। সৌদির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের (এমএইচআরএসডি) আওতাধীন মুসানেদ প্ল্যাটফর্ম এই ঘোষণা দিয়েছে। গৃহকর্মীদের জন্য অনুমোদিত বিমানবন্দরগুলো হলো- রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর, কাসিমের প্রিন্স নাইফ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর এবং মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর।
এছাড়া হাইল আন্তর্জাতিক বিমানবন্দর, আল-আহসা আন্তর্জাতিক বিমানবন্দর, আভা আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়াও অন্যান্য মনোনীত বিমানবন্দর তারা ব্যবহার করতে পারবন। মুসানেদ জানায়, নিয়োগকর্তারা বিমানবন্দর থেকে সরাসরি গৃহকর্মীদের গ্রহণ করতে পারবেন। দেশটির জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্টস (জাওয়াজাত) এর আগে জানিয়েছে, প্রথমবারের মতো সৌদি আরবে আগত গৃহকর্মীদের গ্রহণের দায়িত্ব নিয়োগকারী অফিসের, অন্যদিকে এক্সিট ও রি-এন্ট্রি ভিসা নিয়ে আসা কর্মীদের দায়িত্ব সরাসরি নিয়োগকর্তাদের গ্রহণ করতে হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post