ওমানের সালালাহতে করোনাভাইরাস সংক্রমণের হার দিনদিন বৃদ্ধি পাওয়ায় পুরাতন সিনেমা এলাকার বিপরীত পাশে বাঙ্গালি মার্কেট নামে পরিচিত বাজারটি লকডাউন করে দিয়েছে সালালাহ কর্তৃপক্ষ। করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ বুলেটিন অনুসারে: ধোফারে নতুন ভাবে করোনায় আক্রান্ত হয়েছেন ২৬ জন। অঞ্চলটিতে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৩২৬ জন এবং গোটা সালালাহতে আক্রান্ত হয়েছেন ২৯৬ জন।
আরও পড়ুনঃ ওমান থেকে খুব শীঘ্রই চালু হচ্ছে বিমানের বিশেষ ফ্লাইট
স্থানীয় কর্তৃপক্ষের মতে, সালালাহতে হঠাৎ করে করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাওয়া কারণে বাঙ্গালি মার্কেট বন্ধ করে দেওয়া হয়। দেশটির স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য ও সংক্রমণ মোকাবেলায় এই সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। মে মাসের শেষ অবধি সালালাহতে কেবল ২৮ জন করোনায় আক্রান্ত ছিলো। যা জুনে গিয়ে দাঁড়ায় ৭২ জনে। তবে ১৪ ই জুন হঠাৎ ৮১ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়। শহরটিতে আগের তুলনায় স্বাস্থ্য-সচেতনতা আরও বাড়ানো হয়েছে। বিশেষ করে মাস্ক ব্যবহার, হ্যান্ড গ্লোবস ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখা নিয়ে বেশ সচেতন স্থানীয় প্রশাসন।
আরও দেখুনঃ প্রবাসীদের অধিকার নিয়ে ভিপি নুরের লাইভ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post