গতকাল শনিবার (২০-জুন) ওমান সরকার জানিয়েছে যে, বর্তমানে কোনো ব্যক্তি করোনা পরীক্ষা করলে তার আবাসিক কার্ড বা একটি বৈধ টেলিফোন নম্বর দিতে হবে। এছাড়াও প্রবাসীরা বা ওমানিরা যারা কোন কোম্পানিতে কাজ করে তার প্রমাণ পত্র দিতে হবে। প্রমাণ পত্রে অবশ্যই পিআরও / সংস্থার প্রতিনিধি বা স্পন্সর নাম থাকতে হবে। যদি কোনো প্রবাসীর আবাসিক কার্ড না থাকে সেই ক্ষেত্রে প্রবাসীদের একটি বৈধ মোবাইল নম্বর সরবরাহ করতে হবে।
বিবৃতিতে বলা হয়েছে যে,“একটি বৈধ ও সঠিক মোবাইল নম্বর প্রদান করতে হবে প্রতিটি করোনা পরীক্ষা ব্যক্তিকে। কারণ সিভিল আইডির অভাবে ফলোআপ করা সম্ভব হচ্ছেনা। ফলে দেশটিতে করোনা রোগীর সঠিক তথ্য পেতে বেগ পেতে হচ্ছে ওমান সরকারের। সরকার আগেই স্পষ্ট করেছে যে সকল প্রবাসীদের চিকিৎসা স্পন্সরদের বহন করতে হবে। এই ক্ষেত্রে যদি কোনো প্রবাসীর স্পন্সর না থাকলে সরকার তাকে বিনামূল্যে চিকিৎসা সরবরাহ করবে।”
আরও পড়ুনঃ ওমান থেকে খুব শীঘ্রই চালু হচ্ছে বিমানের বিশেষ ফ্লাইট
ওমান সরকার আরও জানিয়েছে যে, দেশটিতে যারা স্বাস্থ্য-বীমার আওতায় আছে তারা করোনায় আক্রান্ত হলে চিকিৎসা ব্যয় স্বাস্থ্য-বীমার প্রতিষ্ঠান বহন করবে। মাস্কাটের স্বাস্থ্য পরিষেবা অধিদপ্তর জানিয়েছে যে, আগামী ২১শে জুন থেকে সমস্ত বাসিন্দাদের জন্য আউট-রিচ ক্লিনিকগুলির নতুন সময়সীমা বেধে দেওয়া হবে। দারসাইট, সিব, রুসাইল মেডিকেলগুলো সকাল সাড়ে ৮ টা থেকে দুপুর একটার পর্যন্ত খোলা থাকবে। সুত্রঃ ওমান অবজারভার
আরও দেখুনঃ প্রবাসীদের অধিকার নিয়ে ভিপি নুরের লাইভ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post