অচিরেই দুবাইয়ের ঝলমলে আকাশে ভিড় লেগে যাবে গাড়িতে। পাখির মত দুবাইয়ের আকাশজুড়ে রাজত্ব করবে উড়ন্ত ট্যাক্সি! ট্র্যাফিক জ্যাম পেরিয়ে ট্যাক্সিতে উড়ে গন্তব্যে যাওয়া এখন আর কল্পনা নয়। সেটি সত্যি করতেই উড়ন্ত ট্যাক্সি ব্যবস্থা চালু করতে কাজ করছে দুবাই। ২০২৬ নাগাদ ফিউচারিস্টিক সিটি-স্টেট আরাবিয়ান পেনিনসুলাতে এটি চালুর পরিকল্পনা করা হচ্ছে।
ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিউচারিস্টিক সিটি-স্টেট আরাবিয়ান পেনিনসুলাতে উড়ন্ত ট্যাক্সি ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে দুবাই। ২০২৬ নাগাদ এ ব্যবস্থা চালুর প্রতিশ্রুতি দিয়েছে কর্তৃপক্ষ। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের অধীনে চারটি ভার্টিপোর্ট করার পরিকল্পনা করছে দুবাই। ভার্টিপোর্টিগুলো দুবাই শহরের কেন্দ্রস্থল পাম জুমেইরা দ্বীপপুঞ্জ ও দুবাই মেরিনাতে করা হবে। এ দুই পয়েন্টে উড়ন্ত ট্যাক্সিগুলোর জন্য দুটি লঞ্চিং প্যাড ও চারটি চার্জিং পয়েন্ট বানানো হবে। উড়ন্ত ট্যাক্সিগুলোর ভাড়া দুবাইয়ের লিমুজিন পরিষেবার মতোই হবে বা তার থেকে কিছুটা বেশি হবে বলে জানিয়েছেন আমিরাতের সড়ক ও পরিবহন কর্তৃপক্ষের কর্মকর্তা আহমেদ বাহরোজিয়ান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post