বিশ্বের ৩২ টি দেশের অংশগ্রহনে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে মাস্কাটে শুরু হবে আন্তর্জাতিক বইনেলার ২৭তম আসর। মেলা চলবে ৪ মার্চ পর্যন্ত। মেলায় বইয়ের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশিত হবে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে একথা জানান, ওমানের তথ্য মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি মাস্কাট আন্তর্জাতিক বইমেলার মিডিয়া কমিটির চেয়ারম্যান মোহাম্মদ বিন সাঈদ আল বালুশি।প্রদর্শনীর সঙ্গে থাকছে খায়ের জালিস, আল ফিহরস এবং দৈনিক সাংস্কৃতিক বুলেটিনসহ বেশ কিছু মিডিয়া অনুষ্ঠান।
মাস্কাট আন্তর্জাতিক বইমেলার পরিচালক আহমেদ বিন সৌদ আল রাওয়াহি বলেন, ৩২টি দেশের ৮২৬টি প্রকাশনা প্রতিষ্ঠান ৫ লাখ ৩৩ হাজার ৬৩টি বই ও প্রকাশনায় অংশ নেবে। এর মধ্যে ৫ হাজার ৯০০টি নতুন প্রকাশনা, ২ লাখ ৪ হাজার ৪১১টি আরবি ব্যাতিত অন্য ভাষায় এবং ২ লাখ ৬০ হাজার ৬১৪টি আরবি বই থাকবে। বইমেলার আয়োজক কমিটির ভাইস চেয়ারম্যান জানান, মোট ১ হাজার ১৯৪টি প্যাভিলিয়নে ১৬৫টি সাংস্কৃতিক অনুষ্ঠান, ১৬৬টি শিশু-কিশোর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
https://www.youtube.com/watch?v=CLkjCco1oa0&t=83s
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post