ফিলিস্তিনিদের প্রতি অকুণ্ঠ সমর্থন জানালো ওমান। কায়রোতে আরব লীগ আয়োজিত একটি উচ্চ পর্যায়ের সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে এই অবস্থানের কথা জানান ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ বদর হামুদ আল বুসাইদি। এসময় তিনি ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ওমানের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেন।
ওমান ফিলিস্তিনি-ইসরায়েলি এবং আরব-ইসরায়েলি সংঘাত নিরসনে একটি স্থায়ী, ন্যায্য এবং চূড়ান্ত সমাধান হিসাবে বিবেচনা করে ‘আরব পিস ইনিশিয়েটিভ’ এর অধীনে গৃহীত “ল্যান্ড-ফর-পিস নীতি” এর প্রতি তার দৃঢ় সমর্থন জানিয়েছে। বৈঠকে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর দেয়া ভাষণে, আল কুদসে টেকসই উন্নয়ন প্রকল্পে নিরবচ্ছিন্ন সমর্থন বজায় রাখার তাৎপর্য তুলে ধরেন।
বক্তব্যের শেষে সাইয়্যেদ বদর বলেন, আমি সমগ্র বিশ্বকে একটি বার্তা ও সংকেত দিচ্ছি যে, আমরা একটি আরব জাতি, যারা শান্তির জন্য হাত বাড়িয়ে দিচ্ছি। আমরা পূর্ব আল কুদসকে রাজধানী করে একটি স্বাধীন, সম্পূর্ণ সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে সমর্থন জানিয়ে শান্তির জন্য এই দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠা ও সুসংহত করতে চাই। যাতে সমগ্র অঞ্চলের জনগণ নিরাপত্তা, স্থিতিশীলতা এবং সমৃদ্ধিতে সহাবস্থান ভোগ করতে পারে।
https://www.youtube.com/watch?v=CLkjCco1oa0&t=83s
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post