ওমানে নতুন এক আইন জারী করেছে দেশটির সরকার। এতে বলা হয়েছে, আগে থেকে অনুমোদন নেওয়া ছাড়া ‘মেইড ইন ওমান’ লোগো ব্যবহার করলে ৫০০ রিয়াল জরিমানা আরোপ করা হবে। সোমবার (১৩ জানুয়ারি) মাস্কাট ডেইলির এক প্রতিবেদনে বলা হয়, এই আইনটি গত ৯ ফেব্রুয়ারি গেজেট প্রকাশের পর থেকে তা কার্যকর হয়। দেশটির বাণিজ্য, শিল্প ও বিনিয়োগ প্রচার মন্ত্রী কাইস আল ইউসুফ এই বিষয়ে একটি মন্ত্রী পর্যায়ের সিদ্ধান্ত জারি করেছেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত ওমানি পণ্যগুলোর জন্য একটি সমন্বিত জাতীয় কাঠামো প্রতিষ্ঠা করতে চায়। পণ্যের বিপণন পরিচয়কে একীভূত করার পাশাপাশি প্রতিযোগিতা বৃদ্ধি, জাতীয় পণ্যের অভ্যন্তরীণ মূল্য (আইসিভি) বৃদ্ধি এবং ওমানি পণ্যসম্পর্কে স্থানীয় ও আন্তর্জাতিক ভোক্তাদের সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় মন্ত্রণালয়।
সিদ্ধান্তের ২ নং অনুচ্ছেদে বলা হয়েছে, এটি কার্যকর হওয়ার ১৮০ দিনের মধ্যে সকল প্রতিষ্ঠান ও কোম্পানিকে অবশ্যই তাদের স্থিতিসামঞ্জস্য পূর্ণ করতে হবে। জাতীয় পণ্যের লোগো ব্যবহারের জন্য সকল কোম্পানিকে বাণিজ্য, শিল্প ও বিনিয়োগ উন্নয়ন মন্ত্রণালয় থেকে লাইসেন্স নিতে হবে।
সিদ্ধান্ত অনুযায়ী, প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার ১৫ দিনের মধ্যে মন্ত্রণালয়কে লাইসেন্সের আবেদন অনুমোদন করতে হবে। লাইসেন্সটি তিন বছরের জন্য বৈধ এবং নবায়নযোগ্য। নতুন এই আইনটিতে আরো বলা হয়েছে, সিদ্ধান্ত লঙ্ঘনকারীদের অনধিক ৫০০ রিয়াল জরিমানা অথবা এক বছরের জন্য তাদের বাণিজ্যিক লাইসেন্স স্থগিত বা বাতিল করা হবে।
https://www.youtube.com/watch?v=CLkjCco1oa0&t=83s
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post