১৪৭ দশমিক ৪ কিলোমিটার দীর্ঘ পথের সাইকেল প্রতিযোগিতার আয়োজন করেছে ওমান। যেখানে বিশ্বের বিভিন্ন দেশের সাইক্লিস্টরা অংশ গ্রহণ করেন। ১৪৭ দশমিক ৪ কিলোমিটার দীর্ঘ প্রথম পর্বটি আল রুস্তাক দুর্গ থেকে শুরু হয়ে আল আওয়াবি ও নাখাল হয়ে মাঠের দিকে রওনা হয়। ওমান ট্যুর ২০২৩ জুড়ে প্রতিদিনের চ্যালেঞ্জ থাকবে, যার মধ্যে রয়েছে ব্যক্তিগত সময়, পয়েন্ট, সেরা তরুণ রাইডার এবং মোস্ট অ্যাক্টিভ রাইডার।
এবারের ওমান ট্যুরের প্রথম পর্যায়ে সকল প্রতিদ্বন্দ্বীকে ছাড়িয়ে গেছেন বেলজিয়ামের টিম মারলিয়ার নামে এক আন্তর্জাতিক সাইকেলিস্ট। অফ-সিজনে সৌদাল কুইক-স্টেপে যোগ দেওয়ার পর ডেভিড ডেকার এবং অ্যাক্সেল জিঙ্গল কে পেছনে ফেলে প্রথমবারের মতো শিরোপা জিতলেন ৩০ বছর বয়সী বেলজিয়ান এই জাতীয় চ্যাম্পিয়ন। রবিবার কোরিয়াতে টুর্নামেন্টের দ্বিতীয় পর্যায় শুরু হবে।
সুলতান কাবুস স্পোর্টস কমপ্লেক্স থেকে শুরু করে আল হাজার পর্বতমালার পাদদেশে আল আমেরাত ও আল ফ্লিজ হয়ে কুরিয়াতে ১৭৪ কিলোমিটার পথ শেষ হওয়ার আগে রোববার দ্বিতীয় পর্যায়টি রাইডারদের জন্য ধৈর্যের কঠিন পরীক্ষা বলে বিবেচনা করছে সংশ্লিষ্টরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post