ওমানের আল বুরাইমি প্রদেশে ১ হাজার ৯০০ বর্গমিটার আয়তনের একটি কৃত্রিম লেক শিগগিরই গড়ে উঠছে বলেন জানিয়েছেন গভর্নর হামাদ বিন আহমেদ আল বুসাইদি। বুধবার (৮ জানুয়ারি) টাইমস অব ওমানের এক প্রতিবেদনে একথা বলা হয়। আল বুরাইমির গভর্নর বলেন যে, প্রদেশে বিনিয়োগের জন্য আসন্ন কিছু প্রকল্প রয়েছে। এর মধ্যে রয়েছে ১৯ হাজার বর্গমিটার এলাকায় একটি কৃত্রিম লেক নির্মাণের প্রকল্প। এই কাজের জন্য দরপত্র আহ্বান করা হয়েছিল এবং বিশেষায়িত আন্তর্জাতিক সংস্থাগুলো এর জন্য আবেদন করেছিল।
ওমান টিভির ‘উইথ দ্য ইয়ুথ’ অনুষ্ঠানের উপস্থাপনার সময় গভর্নর বলেন, আমরা আল-বুরাইমি প্রদেশের ভূখণ্ডের বৈচিত্র্যের ক্ষেত্রে তুলনামূলক সুবিধা গ্রহণ করে এবং অভ্যন্তরীণ ও বাহ্যিকভাবে এই উপাদানগুলো তুলে ধরে এর প্রচারের জন্য কাজ করছি। তিনি আরও বলেন, প্রদেশে উদ্ভাবনের জন্য একটি সমন্বিত কেন্দ্রও নির্মাণাধীন রয়েছে এবং এটি বেসরকারী খাত দ্বারা অর্থায়ন করা। শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে উদ্ভাবনী যুবকদের হোস্টিংয়ের জন্য একটি প্রধান কেন্দ্র হবে এটি।
https://www.youtube.com/watch?v=CLkjCco1oa0&t=83s
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post