ওমান সাগরে মাছ ধরতে গিয়ে হারিয়ে যাওয়া দুই জেলেকে উদ্ধার কাজে নেমেছে দেশটির বিমান ও নৌ বাহিনী। গত ৮ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে ওমানের পূর্ব উপকূলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন ওই দুই জেলে। স্থানীয় গণমাধ্যম সূত্রে জানাগেছে, উক্ত দুই জেলে উপকূলের দক্ষিণ আশ শারকিয়ার নিয়াবাত আল-আশখারা এলাকায় মাছ ধরতে গিয়েছিলেন। কিন্তু ৩ দিন অতিবাহিত হয়ে গেলেও তাদের কোন খোঁজ মিলছেনা।
ওমানের বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বিমান বাহিনী তার সামুদ্রিক অনুসন্ধান বিমান এবং ওমানের নৌবাহিনী তার জাহাজসহ সমুদ্রে নিখোঁজ নাগরিকদের অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। এছাড়া, বিমান ও সমুদ্রে এখনও বিভিন্ন দিকে তল্লাশি অভিযান চলছে বলেও জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে, ওমান মৎস্যজীবী সমিতি জানিয়েছে, অনুসন্ধান এলাকায় বর্তমানে সাতটিরও বেশি মাছ ধরার জাহাজ এবং ১৪ টিরও বেশি মাছ ধরার নৌকা রয়েছে।
https://www.youtube.com/watch?v=CLkjCco1oa0&t=83s
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post