তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য আরো ত্রাণ পাঠাচ্ছে ওমান সরকার। দেশটির সুলতান হাইথাম বিন তারিকের রাজকীয় আদেশে ত্রাণবাহি ফ্লাইট নিয়ে তুরস্ক গেছে ওমানের রয়্যাল এয়ার ফোর্স। এই ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ওমান। ভয়াবহতম ভূমিকম্পে গত ৫ দিনে তুরস্ক ও সিরিয়া থেকে উদ্ধারকৃত মৃতদেহের সংখ্যা পৌঁছেছে প্রায় ২৪ হাজারে। এই সংখ্যা আরো অনেক বৃদ্ধি পাবেন এমনটাই আশঙ্কা করা হচ্ছে।
এদিকে, ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক-সিরিয়ায় সহায়তা হিসেবে ১.৭৮ বিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। তুরস্কে বিদ্যমান দু’টি প্রকল্প থেকে কন্টিনজেন্ট ইমার্জেন্সি রেসপন্স কম্পোনেন্টের মাধ্যমে ৭৮০ মিলিয়নের তাৎক্ষণিক সহায়তা দেওয়া হবে বলেও জানিয়েছে বিশ্ব ব্যাংক। মৌলিক অবকাঠামো পুনর্নির্মাণের জন্য সহায়তার এই অর্থ ব্যবহার করা হবে।
এদিকে সময় যত গড়াচ্ছে জীবিতদের বেঁচে ফেরার সম্ভাবনা ততই কমছে। চারিদিকে মৃত্যুমিছিল, শুধুই হাহাকার। এর মধ্যেও আশার আলো! ধ্বংসস্তূপের মধ্যে ১০৪ ঘণ্টা আটকে থেকেও বেঁচে ফিরলেন এক নারী। তাকে উদ্ধার করলেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। উদ্ধার ঐ নারীর নাম জেয়নেপ কাহরামান। বয়স ৪০ বছর। শুক্রবার তুরস্কের কিরিখান শহরের ধ্বংসস্তূপের মধ্যে থেকে জীবিত উদ্ধার করা হয় তাকে।
https://www.youtube.com/watch?v=CLkjCco1oa0&t=83s
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post