পাসপোর্টে নাম সংশোধন করতে দীর্ঘদিন যাবত অপেক্ষায় রয়েছেন এমন ওমান প্রবাসীর সংখ্যা কম নয়। অবশেষে ওমান প্রবাসীদের জন্য সুখবর দিলো দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। এখন থেকে পাসপোর্টের ভুল সংশোধনে আর দেশে আসতে হবে না। ওমান থেকেই করতে পারবেন পাসপোর্টের নাম সংশোধন। সম্প্রতি দূতাবাস থেকে জানানো হয়েছে, বিদেশে বসবাসরত বাংলাদেশী নাগরিকদের পাসপোর্টের মধ্যে তথ্যের গরমিল হলে জাতীয় পরিচয়পত্রে প্রদত্ত তথ্য যেমন পিতার নাম, মাতার নাম, বয়স ইত্যাদি তথ্য দিয়ে পাসপোর্ট রি-ইস্যু করা যাবে।
তবে সেক্ষেত্রে পূর্বের ন্যায়, অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে জন্ম নিবন্ধনের সনদ বিবেচনা করতে হবে। প্রয়োজনে জেএসসি, জেডিসি, এসএসসি, দাখিল, কারিগরি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়সহ সমমান-এর সনদও ব্যবহার করা যাবে। সংশোধনের জন্য ওমানের মাস্কাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করতে হবে। আবেদন করার সময় সঙ্গে আবেদনকারীকে একটি অঙ্গীকারনামা যথাযথভাবে পূরণ করে স্বাক্ষর দিয়ে জমা দিতে হবে। অঙ্গিকার নামার একটি কপি আমাদের নিউজের কমেন্টে দেওয়া থাকবে।
https://www.youtube.com/watch?v=CLkjCco1oa0&t=83s
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post